অনলাইন ডেস্ক
ম্যান ইউ’র ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে খেলতে নামে ওলে গানার সুলশারের দল। রোনালদোর জোড়া গোল ছাড়াও আরেক পর্তুগীজ খেলোয়াড় ব্রুনো ফার্নান্দেজের গোলে নিউক্যাসেলকে ৪-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে রেড ডেভিলরা।
খেলার শুরু থেকেই আক্রমণ চালায় দুই দল। তবে সুযোগ পেয়েও বারবার সেগুলো নষ্ট করে ম্যান ইউ। সাঞ্চো-পগবারা ব্যর্থ হলেও রক্ষণভাগ ভালো ভাবেই সামাল দিচ্ছিল নিউক্যাসল। পাশাপাশি পাল্টা প্রতি আক্রমণেও উঠছে তারা। কিন্তু গোল না পেলেও ৪৭ মিনিটের মাথায় উল্টো গোল হজম করে বসে দলটি। প্রথমার্ধের ইনজুরি টাইমে বল ডান প্রান্ত থেকে গ্রিনউডের নিচু শট নিউক্যাসল গোলকিপার ঠেকিয়ে দিলেও সেই ফিরতি বল পেয়ে যায় রোনালদো। সেই বল পেয়ে গোল করতে কোনো ভুল করেননি তিনি। এতে ১২ বছর ১১৮ দিন পর ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে আবারও গোল করলেন এই ফরোয়ার্ড।
রোনালদোর গোলে পাওয়া লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ম্যান ইউ। দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে রেড ডেভিলসের রক্ষণকে বুড়ো আঙুল দেখিয়ে দুরন্ত গোলে ম্যাচে সমতা ফেরান হাভিয়ার ম্যানকুইলো। তবে বেশিক্ষণ সমতায় থাকতে পারেনি নিউক্যাসল। ম্যাচের ৬২ মিনিটে মাঝ মাঠ থেকে ডিফেন্ডার ল্যুক শ’র বাড়ানো বল কার্যত একক দক্ষতাতেই দ্বিতীয় গোল করেন রোনালদো। এরপর ৮০ মিনিটে পগবার অ্যাসিস্টে ব্রুনো ফার্নান্দেজ আরও একটি গোল করলে ৩-১ গোলে এগিয়ে যায় রেড ডেভিলরা। শেষ দিকে খেলার অতিরিক্ত সময়ের ২ মিনিটে নিউক্যাসেলের কফিনে শেষ পেরেক ঠুকে দেন ৬৫ মিনিটে সাঞ্চোর বদলি হিসেবে নামা লিংগার্ড।
এই জয়ে ৪ ম্যাচে ৩ জয় ও এক ড্র নিয়ে প্রিমিয়ারে লিগের শীর্ষে উঠে এসেছে সুলশারের দল।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা