সম্প্রতি রানু মণ্ডলকে নিয়ে মন্তব্য করেছিলেন খোদ লতা মঙ্গেশকর। সরাসরি না হলেও কিছুটা ‘বাঁকা কথা’ শোনা গিয়েছিল প্রবাদপ্রতীম এই গায়িকার গলায়। আর সেই মন্তব্যের বিরুদ্ধেই এবার রানুর পাশে দাঁড়ালেন ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত বলিউডের সেলিব্রিটি এডিটর অপূর্ব আসরানি।
‘লতাকণ্ঠী’ হিসেবেই সোশ্যাল মিডিয়ায় ‘সুরসাম্রাজ্ঞী’ আখ্যা পেয়েছিলেন রানাঘাটের রানু মণ্ডল। কেউ এই উপমাকে সাদরে অভ্যর্থনা জানিয়েছিলেন, কেউ বা আবার রানুকে ‘লতাকণ্ঠী’ বলায় চটেছিলেন। তাদের মতে, রানুকে ‘লতাকণ্ঠী’ আখ্যা দেওয়ার অর্থ লতা মঙ্গেশকরের মতো এত বড় মাপের ব্যক্তিত্বকে খাটো করা। দিন কয়েক আগে নেটদুনিয়ার এই নয়া ‘সেনসেশন’ রানু মণ্ডলকে নিয়ে মন্তব্য করেছিলেন মেলোডি কুইন লতা মঙ্গেশকর। যেখানে তিনি মন্তব্য করেছিলেন, ‘কাউকে অনুকরণ করে বেশিদূর এগনো যায় না।’
‘লতা মঙ্গেশকরের মতো একজন কিংবদন্তী আরও একটু উদার মনোভাব দেখাতেই পারতেন’, এমনটা মনে করছেন অনেকে।
লতা আরো বলেছিলেন যে, ‘কারো অনুকরণ কখনো সাফল্যের চাবিকাঠি হতে পারে না। কিশোর কুমার, মহম্মদ রফি, মুকেশ বা আশা ভোঁসলে বা তার গান গাওয়া কিছুদিনের জন্য কাউকে লাইমলাইটে রাখতে পারে। কিন্তু এটা চিরকালীন নয়। অনেকেই তো তার গান ভালো গান। তার মধ্যে কতজন শেষ পর্যন্ত টিকে থাকতে পারে? আমি শুধু সুনিধি চৌহান ও শ্রেয়া ঘোষালকে চিনি’, বলেন লতা। এই প্রসঙ্গে আশা ভোঁসলেকেও টেনেছিলেন তিনি। বলেছিলেন, ‘যদি আজ আশা নিজের স্টাইলে গান না গাইত, তবে ও চিরকাল আমার ছত্রছায়ায় থেকে যেত। স্বতন্ত্রতা মানুষের ট্যালেন্টকে কোথায় নিয়ে যেতে পারে, আশা তার সবচেয়ে বড় উদাহরণ।’ আর লতার এই মন্তব্যেই আপত্তি করেছে বলিউডের খ্যাতনামা এডিটর অপূর্ব আসরানি।
অপূর্বর মতে, লতাজির এই মন্তব্য কিন্তু আহত করেছে নেটিজেনদের। রানু মণ্ডলের মতো একজন অতি সাধারণ ভিক্ষাজীবী, যিনি সবে একটু প্রচারের আলো পেতে শুরু করেছেন, তার সম্পর্কে আরো একটু উদার হতেই পারতেন তিনি। সম্প্রতি রানুকে সমর্থন জানিয়ে অপূর্ব বলেছেন, ‘লতাজির এমন মন্তব্য নিম্নরুচির পরিচয়। একজন দরিদ্র মহিলা, যিনি পেট চালানোর জন্য রেল স্টেশনে বলে গান করতেন, সম্প্রতি তিনি নজরে এসেছেন, লতা মঙ্গেশকরের মতো একজন কিংবদন্তী আরো একটু উদার মনোভাব দেখাতেই পারতেন। ওনার তো উচিত রানুকে সাহায্য করা।’
NB:This post is copied from kalerkantho
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা