রোববার রাতে সদর উপজেলার চন্দনী ইউনিয়নের কালিবাড়ী এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমারের ভাষ্য।
নিহত আব্দুর রহিম (৩৫) আলীপুর ইউনিয়নের ধুলদী জয়পুর গ্রামের হাসমত আলীর ছেলে। তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় হত্যা, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ৮টি মামলা থাকার তথ্য দিয়েছে পুলিশ।
ওসি স্বপন কুমার জানান, রোববার বিকালে রহিমকে গ্রেপ্তার করার পর জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে তাকে নিয়ে কালিবাড়ী এলাকায় অস্ত্র উদ্ধার অভিযানে যায় পুলিশ।
“সেখানে পৌঁছালে রহিমের সহযোগীরা পুলিশের দিকে গুলি করে। পুলিশও তখন পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে আব্দুর রহিম গুলিবিদ্ধ হয়।”
পরে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষলা করেন বলে জানান ওসি।
তিনি বলেন, এ অভিযানে হাবিবুর রহমান ও ইমন নামে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের রাজবাড়ী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।পুলিশ ঘটনাস্থল থেকে দুটি ওয়ান শুটারগান এবং ১ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
NB:This post is collected from https://bangla.bdnews24.com
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা