অনলাইন ডেস্ক
শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে হোয়াইট হাউসের ব্রিফিং রুমে এক সংক্ষিপ্ত ঘোষণায় তিনি এই নির্দেশ দেন।
ধর্মীয় উপাসনালয় বন্ধ থাকায় গভর্নরদের প্রতি অনেকটা ক্ষোভ প্রকাশ করেন প্রেসিডেন্ট। চার্চ, সিনাগগ এবং মসজিদগুলো খুলে দেওয়ার তাগাদা দিয়ে তিনি বলেন, ‘গভর্নরদের সঠিক কাজে ভূমিকা রাখতে হবে। সকল ধর্মীয় উপাসনালয় খুলে দিতে হবে। ঠিক এ মুহূর্তে খুলে দিতে হবে। এটা করতে হবে সপ্তাহান্তের মধ্যেই।’
ট্রাম্প বলেন, ‘যদি গভর্নররা এ বিষয়টি না শোনেন, তাহলে তাদের সিদ্ধান্ত অগ্রাহ্য করবো।’
এ ঘোষণার আগে অন্য এক অনুষ্ঠানে যোগ দিয়ে ট্রাম্প বলেছিলেন, ‘চার্চগুলো উন্মুক্ত করে দেওয়ার জন্য খুব দ্রুতই শক্ত পদক্ষেপ নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘চার্চগুলো খোলা থাকবে আমরা এটাই চাই, আমরা চাই প্রার্থনার জায়গাগুলো উন্মুক্ত হোক, উন্মুক্ত হোক সিনাগগের দরজাগুলো। অপেক্ষা করুন, এমনটাই করতে যাচ্ছি। এটা করা জরুরি, আর এ নিয়েই কাজ শুরু করছি।’
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘মসজিদের ইমামরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের উপাসনা কার্যক্রম পরিচালনার জন্য। এখন আমাদের বেশি প্রার্থনার প্রয়োজন, কম নয়।’
করোনাভাইরাসের কারণে নিউইয়র্কসহ অনেক অঙ্গরাজ্যেই ধর্মীয় সমাবেশে সামাজিক দূরত্বের বিষয়টি কড়াকড়ি আরোপ করা হয়েছিল। তবে বিষয়টি এখন শিথিল করা হয়েছে।
পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করেনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৪৫ হাজার ৯৪ জন। মারা গেছেন ৯৭ লাখ ৬৪৭ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪ লাখ ৩ হাজার ২০১ জন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা