বাংলাদেশের ময়মনসিংহের শেফ মো: মেহেদী হাসান (২২) যুক্তরাজ্যের রয়্যাল নেভীতে কাজ করার সুযোগ পেয়েছেন। রয়্যাল নেভীর সাধারণ প্রশিক্ষনের সময় নিয়োগপ্রাপ্তদের মধ্যে থেকে শীর্ষ পুরষ্কার লাভ করেন বাংলাদেশের এই শিক্ষানবিশ।
শিক্ষানবিশ শেফ মো: মেহেদী হাসান ২০১৯ সালের জুলাই মাসে রয়্যাল নেভীতে যোগদান করেন। সামরিক পেশার প্রস্তুতি হিসেবে সম্প্রতি তার ১০ সপ্তাহের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণটি শেষ হয় নব্য নিয়োগপ্রাপ্তদের প্যারেডের মধ্য দিয়ে। এই প্যারেডে পরিশ্রমের স্বীকৃতি স্বরুপ শেফ মো: মেহেদী হাসান ক্যাপ্টেন পদকে ভূষিত হন ।
শেফ হাসান যুক্তরাজ্যে এসেছিলেন স্কাউট এসোসিয়েশনের দাতব্য কর্মী হিসেবে। তিনি বলেন, “আমি স্কাউটিং পছন্দ করি । রয়্যাল নেভীতে যোগদানে স্কাউট আমাকে সাহস যুগিয়েছে । গত ১০ সপ্তাহ আমার জীবনের শ্রেষ্ঠ সময় ছিলো এবং আমি রয়্যাল নেভীর সদস্য হতে পেরে গর্বিত।”
প্রশিক্ষণের প্রথম পর্ব সমাপ্ত হলে শেফ হাসান তার পেশাদারী প্রশিক্ষণের জন্য HMS রালেইহ এর ডিফেন্স মেরিটাইম লজিস্টিক স্কুলে স্থানান্তরিত হবেন। প্রশিক্ষণ শেষে তার কাজ হবে অপারেশনে থাকা সেনাসদস্য দলের জন্য রান্না করা থেকে শুরু করে রাজনৈতিক ক্ষমতাস্পন্ন ব্যক্তি ও রাজপরিবারের জন্য আহার পর্বের আয়োজন করা।
যুক্তরাজ্যের রয়্যাল নেভীর প্রাথমিক নৌ প্রশিক্ষণ কোর্সটি নয়টি কেন্দ্রীয় নীতি ও দক্ষতায় পরিচালিত যা নৌ জীবন ও কার্যকর অপারেশনের ভিত্তি হিসেবে কাজ করে। প্রশিক্ষণে নিয়োগপ্রাপ্তদের মৌলিক নৌ শৃঙ্গলা ও রীতিনীতি, নেভিগেশন সম্পর্কে ধারণা দেওয়া হয়। পানিতে অনুশীলনের সময় তাদের নিজস্ব ইনফ্ল্যাটেবল বোট ব্যবহারের সুযোগ দেওয়া হয়। রয়্যাল নেভি সদস্যদের স্থলভিত্তিক অপারেশনগুলিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। তাই নিয়োগপ্রাপ্তদের মৌলিক যুদ্ধের প্রশিক্ষণও দেওয়া হয়।
ফিটনেস অর্জন করা শেফ হাসান এর প্রশিক্ষণের একটি মৌলিক অংশ। এই সামরিক প্রশিক্ষণটি সদস্যদের নিজস্ব ও সমন্বিত শক্তি ও সহনশীলতার বিকাশ ঘটাতে সহায়তা করে। সদস্যদের আরো তিনটি অতিরিক্ত অনুশীলনে অংশ নিতে হয় যেখানে তাদের অর্জিত দক্ষতাকে ব্যবহার করে কিছু পরীক্ষার সম্মূখীন হয়।
যুক্তরাজ্যের রয়্যাল নেভী সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে এই ওয়েবসাইট দেখুন: www.royalnavy.mod.uk অথবা যোগাযোগ করুন এই নম্বরে ০৩৪৫৬০০৫৩০২।
আরও পড়ুন : স্যামসাং এর পণ্য কিস্তিতে কেনার সুযোগ দিচ্ছে ফ্লপবাই ডটকম
ফেসবুক :
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা