অনলাইন ডেস্ক
সোমবার স্থানীয় সময় রাতে মেক্সিকো সিটির দক্ষিণপূর্বে এ দুর্ঘটনায় আরও ৭০ জন আহত হন বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মেক্সিকোর বেসামরিক সুরক্ষা সংস্থার এক টুইটের বরাত নিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, অলিভস স্টেশনের ১২ নম্বর লাইনে ওই ওভারপাস ধসের ঘটনা ঘটে।
স্থানীয় সম্প্রচারমাধ্যম মিলেনিও টিভিতে দেখানো এক ভিডিওতে ওভারপাসের একাংশ নিচের সড়কে থাকা গাড়ির ওপর পড়তে দেখা যায়।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবিতে ওভারপাসের একাংশ ধসে পড়ার পর অন্তত একটি কমলা-হলুদ রঙা মেট্রো ট্রেনকে ঝুলে থাকতে দেখা গেছে।
দুর্ঘটনার পরপরই শহরের মেয়র ক্লডিয়া শিনবোম ঘটনাস্থলে ছুটে যান।
“দমকল কর্মী, জনসুরক্ষায় নিয়োজিত কর্মীরা কাজ করছেন। শিগগিরই আমরা আরও তথ্য দিতে পারবো,” টু্ইটারে দেওয়া এক পোস্টে লিখেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দমকল ও জরুরি মেডিকেল কর্মীদের ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিতদের উদ্ধারে প্রাণপণ চেষ্টা করতে দেখা গেছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা