গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় মিনিস্টার মাইওয়ান কারখানায় শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে আগুন লাগে। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।
আজ শনিবার বেলা ১১টার দিকে মিনিস্টার মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ প্রতিষ্ঠানের সামনে প্রেস ব্রিফিং করে অগ্নিকাণ্ডে শতকোটি টাকার ক্ষয়ক্ষতির তথ্য জানিয়েছেন।
সাংবাদিকদের কারখানার চেয়ারম্যান বলেন, কারখানাটির ছয়তলায় এলইডি টিভি, ফ্রিজ ও মেশিনপত্রসহ সব তৈরি করা মালামাল পুড়ে গেছে। কারখানায় আগুন নেভানোর নিজস্ব ব্যবস্থাপনা রয়েছে। কিন্তু আগুন এতটা ব্যাপক ছিল যে কারখানার নিজস্ব ফায়ার ইউনিট ব্যবহার করে তা নেভানো সম্ভব ছিল না। কারখানাটির বিল্ডিং কোড মেনে এবং ফায়ার সার্ভিসের সব নীতিমালা অনুসরণ করা হয়েছে।
তিনি বলেন, ২০০৯ সালে এ কারখানাটি স্থাপন করা হয়। বর্তমানে দেশের চাহিদা মিটিয়ে এ কারখানার পণ্য বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে। এ সময় পুনরায় কারখানাটি চালু করতে সবার সহযোগিতা চান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান।
তিনি বলেন, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে কারখানায় আগুন লাগে। এ সময় কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভানোর চেষ্টা করা হয়। পরে প্রায় দুই ঘণ্টা পর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
অগ্নিকাণ্ড বিষয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু ইউসুফ জানান, প্রায় দুইঘণ্টা পর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। আরও আগে খবর দিলে এতটা ক্ষতি হতো না। ক্ষতি ও সূত্রপাত তদন্তপূর্বক বলা যাবে। তিনি জানান, প্রথমে জয়দেবপুর ও টঙ্গী ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। পরে আশপাশের ফায়ার সার্ভিসের ১০টিসহ মোট ১৬টি ইউনিটের কর্মীরা প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
NB:This post is collected from kalerkantho
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা