অরিন্দম শীলের ‘মিতিন মাসি’ হয়ে পর্দায় হাজির হচ্ছেন কোয়েল মল্লিক।
‘মিতিন মাসি’ সুচিত্রা ভট্টাচার্যের সৃষ্টি একটি নারী গোয়েন্দা চরিত্র। যার আসল নাম প্রজ্ঞাপারমিতা মুখোপাধ্যায়। মিতিন মাসির প্রতিটি কাজে ধরা পড়ে নারীর ক্ষমতায়নের বিষয়টি।
পরিচালক অরিন্দম শীল বলেন, ‘মিতিন মাসি’র চরিত্র নিয়ে কাজ করবো গত এক বছর ধরে ভেবেছি। আর আমি নাকি গোয়েন্দা ছাড়া আর কিছু করতে পারি না, তা হলে নারী গোয়েন্দাই বা বাদ যায় কেন?
এই চরিত্রে কোয়েলকে পেয়ে ভীষণ খুশি পরিচালক। অরিন্দম বলেন, ‘কোয়েলকে ছাড়া মিতিন মাসি করা মুশকিল ছিল। প্রত্যাশা অনুযায়ী সে এক শ শতাংশ দিয়েছে।’ ছবিতে প্রচুর অ্যাকশন দৃশ্য আছে, যেগুলোতে নিজের স্টান্ট নিজেই করেছেন অভিনেত্রী। ছবির জন্যই মার্শাল আর্ট শিখেছেন তিনি।
কোয়েল বলছেন, দারুণ বিষয়বস্তুর জন্যই তিনি এতটা সাহসী হয়েছেন, ‘মিতিন একজন স্বয়ংসম্পূর্ণ নারী। ঘরে-বাইরে সমানতালে সামলায়। রহস্যের পেছনে ধাওয়া থেকে শুরু করে বাড়ির কাজের লোকের খেয়াল করা, সন্তানের পড়া-খাওয়া দেখভাল, রান্না সবই সে করে। সমাজের নানা চাপেও সে দমে যায় না। সব মিলিয়ে এই চরিত্র দারুণ লেগেছে।’
ক্যামেলিয়া প্রোডাকশনের ব্যানারে সিনেমাটিতে কোয়েল ছাড়াও আরও অভিনয় করবেন বিনয় পাঠক, শুভ্রজিত্ দত্ত, অরুণিমা ঘোষ, অনির্বাণ চক্রবর্তী, রিয়া বণিক প্রমুখ। জুলাই মাসে এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। মুক্তি পাবে চলতি বছর দুর্গা পূজায়।আনন্দবাজার
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা