বিশ্বকাপ থেকে ভারত বিদায় নেওয়ায় ইংল্যান্ড আর নিউজিল্যান্ডের সমর্থকেরা কিছুটা বিপদে পড়েছে। সেমিফাইনালের আগে খবর এসেছিল, ফাইনালের ৪১ শতাংশ টিকিট কিনে বসে আছেন ভারতীয় সমর্থকেরা! এদিকে ইংল্যান্ড ফাইনালে ওঠায় স্বাগতিক দেশের সমর্থকেরাও হন্য হয়ে পড়েছেন ম্যাচ দেখতে। কিউই দর্শকরাও কম যাচ্ছে না। কিন্তু টিকিট নিয়ে সেই হাহাকার শুরু হয়েছে। এর একটা দারুণ সমাধান বের করেছেন কিউই তারকা জিমি নিশাম।
ভারতীয় সমর্থকদের উদ্দেশ্য নিশাম বলেছেন, বিশ্বকাপ থেকে তো ভারতের বিদায় হয়েই গেছে, এখন তাদের এতগুলো টিকিট নষ্ট না করে যদি আইসিসিকে ফেরত দেওয়া হয় তবে ইংল্যান্ড আর নিউজিল্যান্ডের সমর্থকদের জন্য খুব উপকার হয়। এর ফলে টিকিট না পাওয়া নিউজিল্যান্ড বা ইংল্যান্ডের সমর্থকেরা মাঠে বসে ফাইনালের আমেজ উপভোগ করতে পারবেন। তাছাড়া যেখানে নিজের দলই ফাইনালে উঠতে পারেনি, সেখানে ভারতীয় সমর্থকরা ফাইনাল ম্যাচ দেখতে গিয়ে কী করবে?
যে কারণে ভালো একটা সমাধান বের করে নিশাম টুইটারে লিখেছেন, ‘প্রিয় ভারতীয় সমর্থকবৃন্দ, আপনারা যদি ফাইনাল ম্যাচ মাঠে এসে দেখতে না চান, তাহলে অনুগ্রহ করে অফিশিয়াল প্ল্যাটফর্মে টিকিটগুলো আবার বিক্রি করে দিন। আমি জানি অতিরিক্ত লাভ করতে অনেক ভালো লাগে, কিন্তু অন্তত এক দিন লাভের কথা চিন্তা না করে ক্রিকেট ভক্তদের ফাইনাল ম্যাচটা দেখার সুযোগ করে দিন!’
এখন দেখার, তার অনুরোধ ভারতীয় সমর্থকেরা রাখেন কিনা।
NB:This post is copied from kalerkantho
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা