শ্রদ্ধার সঙ্গে ভারতজুড়ে পালিত হচ্ছে মহাত্মা গান্ধীর (মোহনদাস করমচাঁদ গান্ধী) দেড়শোতম জন্মজয়ন্তী।
মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মদিন উপলক্ষে টুইট করে গান্ধীজির প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি দেশবাসীকে স্বচ্ছ ভারত তোলার জন্য আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বুধবার সকালে নরেন্দ্র মোদীর পাশাপাশি গান্ধীজিকে শ্রদ্ধা জানান বিজেপির অন্যান্য শীর্ষ নেতারাও। উপস্থিত ছিল কংগ্রেসেরও শীর্ষ নেতৃত্ব। গান্ধীজির পাশাপাশি এ দিন লাল বাহাদুর শাস্ত্রীরও জন্মদিন। সেই উপলক্ষে বিজয়ঘাটে প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানান সোনিয়া-মনমোহনরাও।
গান্ধী জয়ন্তী উপলক্ষে বুধবার সকালে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখান থেকে গুজরাটে সবরমতী আশ্রমে যাবেন প্রধানমন্ত্রী। গান্ধী জয়ন্তী উপলক্ষে একগুচ্ছ কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর।
পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে গান্ধীজীর জন্মজয়ন্তী উপলক্ষে নানান অনুষ্ঠান আয়োজিত হচ্ছে।
২০১৪ সালে ‘স্বচ্ছ ভারত’ অভিযান শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সন্ধ্যায় সবরমতী আশ্রমে গান্ধীজির প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি স্বচ্ছ ভারত অভিযানের সাফল্য সম্পর্কে ঘোষণা করবেন তিনি।
এই অনুষ্ঠানে প্রায় ২০ হাজার গ্রামবাসীর উপস্থিত থাকার কথা। সেই সঙ্গে এখানে উপস্থিত থাকবেন গান্ধী ইনস্টিটিউটের বিশষ্ট গবেষকরা, পদ্ম সম্মানে সম্মানিত ব্যক্তিত্বরা, হাইকোর্টের বিচারপতিরা, শিক্ষাবিদ ও অসংখ্য সাধারণ মানুষ।
পূর্ব ঘোষণা অনুযায়ী, আজ থেকেই গোটা দেশে নিষিদ্ধ হতে চলেছে একবার ব্যবহারোপযোগী প্লাস্টিকের যাবতীয় জিনিসপত্র। জি নিউজ।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা