অনলাইন ডেস্ক
ঠিক একমাস পর রোববার (১৪ জুলাই) নেটফ্লিক্সে প্রকাশ করা হয়েছে। তামিল ছাড়াও হিন্দি ভাষায় প্রকাশ করা হয়েছে মহারাজা। হলে তেমন সাড়া ফেলতে না পারলেও, ওটিটি-তে প্রকাশের পরপরই দর্শক মহলে এই সিনেমা নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে।
বিজয় সেতুপতি ছাড়াও, এই সিনেমার আরেক আকর্ষণ হলো পরিচালক অনুরাগ কাশ্যপ। না, মহারাজা’র পরিচালক হিসেবে ছিলেন না তিনি। বরং একজন অভিনয় শিল্পী হিসেবে প্রথমবার হাজির হন ক্যামেরার সামনে। তাও কিনা একেবারে সেতুপতির মুখোমুখি!
সিনেমার অন্যতম মূল আকর্ষণ অনুরাগ নিজেই। তাকে এমন ভয়ঙ্কর খল চরিত্রে কখনো পর্দায় দেখা যাবে, তা হয়তো কেউ কখনো কল্পনাও করেনি। খুব সাধারণভাবে শুরু হওয়া সিনেমাটিতে থ্রিলার আর টুইস্ট রয়েছে। দুর্দান্ত ক্লাইমেক্সের জন্য নেটিজেনরা ‘মহারাজা’ সিনেমাকে মাস্টারপিস বলে আখ্যায়িত করছে।
সিনেমাটি পরিচালনা করেছেন নিথিলান সমিলাথন। সেতুপতি নাম চরিত্রে অভিনয় করেছেন। যিনি পেশায় একজন নাপিত। অপরদিকে, অনুরাগ অভিনয় করেছেন সিলভা নামের খল চরিত্রে। সিলভা একটি দোকান চালালেও, মূলত পেশায় চোর। ঘটনাক্রমে তাদের জীবন জড়িয়ে যায়। শুরু হয় বাঘ সিংহের লড়াই। থ্রিলারধর্মী হলেও, মহারাজা সিনেমায় রয়েছে একশন এবং কমেডির ছোঁয়াও। সিনেমাটির বর্তমান আইএমডিবি রেটিং ১০ এর মধ্যে ৮ দশমিক ৭।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা