লর্ডসে ফাইনাল শেষ হয়েও যেন শেষ হচ্ছিল না। মূল ম্যাচ টাই হওয়ার পর গড়াল সুপার ওভারে, তারপর সেখানেও টাই। শেষপর্যন্ত মূল ম্যাচে বাউন্ডারিতে এগিয়ে থাকায় জয়ী ইংল্যান্ড।
রুদ্ধশ্বাসের সেই বিশ্বকাপ ফাইনাল শেষ হলেও নিউজিল্যান্ড ক্রিকেটাররা তার ঘোর থেকে এখনও বের হতে পারেননি। আইসিসি’র ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন বলেছেন, ‘‘এটা এমন একটা ঘটনা, যা নিয়ে প্রতিদিনই আমাদের মধ্যে আলোচনা হয়। সেদিনের ফাইনাল নিয়ে অন্যরাও নিশ্চই এখনও আলোচনা করছেন। এর জন্য ম্যাচটাকে কৃতিত্ব দেওয়া উচিত। ওরকম একটা ম্যাচের সঙ্গে আমাদের নাম জড়িয়ে পড়েছিল। আমার মনে হয়, সতীর্থরা ফাইনাল ম্যাচটা নিয়ে বহু দিন আলোচনা করবে।’’
লর্ডসের ফাইনাল সব দিক থেকেই রুদ্ধশ্বাস হয়েছিল। ১০০ ওভারের শেষে ম্যাচ টাই থাকে। সুপার ওভারে গড়ায় ম্যাচ। সুপার ওভারেও খেলার নিষ্পত্তি হয়নি। এ রকম পরিস্থিতিতে নিয়ম অনুযায়ী যে দল বেশি বাউন্ডারি মারে, সেই দলকেই বিজয়ী হিসেবে ধরে নেওয়া হয়।
ইংল্যান্ড বেশি বাউন্ডারি মারায় বিশ্বচ্যাম্পিয়ন হন বেন স্টোকসরাই। ফাইনালে আম্পায়ারিং নিয়েও বিতর্ক হয়। মার্টিন গাপ্টিলের ছোড়া বল স্টোকসের ব্যাটে লেগে বাউন্ডারির সীমানা অতিক্রম করে।
নিয়ম অনুযায়ী, পাঁচ রান পাওয়ার কথা ইংল্যান্ডের। আম্পায়ারদের জন্য ৬ রান পান স্টোকসরা।
উইলিয়ামসন অবশ্য এখনও আম্পায়ারকে কাঠগড়ায় দাঁড় করাতে চান না। তিনি বলেছেন, ‘‘ফাইনাল ম্যাচটা মানুষ দারুণ উপভোগ করেছে। এটাই সব চেয়ে বড় ব্যাপার।’’
NB:This post is collected from bd-pratidin.com
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা