অনলাইন ডেস্ক
একে তো ঢাকা-কানাডা আকাশ যোগাযোগের রুটগুলোর মধ্যে অত্যন্ত মর্যাদার রুট। তারওপর লেটেস্ট মডেলের এয়ারক্র্যাফট বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার দিয়ে ফ্লাইট শুরু করছে বিমান। কিন্তু এ বিষয়ে পত্রপত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপন কারোরই মন ভরাতে পারেনি। এমন সাদামাটা বিজ্ঞাপন হাইপ্রোফাইল একটি প্রতিষ্ঠানের কি করে হয় তা দেখে অনেকেই বিস্মিত-হতবাক।
এছাড়া কানাডা থেকে সরাসরি ঢাকায় আসা গেলেও যাওয়ার পথে রিফুয়েলিং এর জন্য তুরস্কের ইস্তান্বুলে এক ঘণ্টা যাত্রাবিরতি দেবে ফ্লাইট।
সদস্য প্রকাশিত বিজ্ঞাপনটির উপরের দিকে লেখা আছে ‘ড্রিম ফ্লাইট উইথ ড্রিম ফেয়ার’। বিজ্ঞাপনের ঘোষণা অনুযায়ী, বিমানের যে কোনো সেলস সেন্টার, বিমান অনুমোদিত যে কোন ট্রাভেল এজেন্সি, বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট www.biman-airlines.com ও কলসেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ থেকে এ রুটের টিকিট কেনা ও আনুষঙ্গিক সেবা নেওয়া যাবে। তবে কানাডাস্থ ট্রাভেল এজেন্সি থেকে টিকিট কেনার বিষয়টি এখনও Activation পর্যায়ে রয়েছে।
ঢাকা-টরন্টো রুটে সপ্তাহে দুইটি ফ্লাইট পরিচালিত হবে। ঢাকা থেকে প্রতি বুধবার ও রোববার বিমানের ফ্লাইট টরন্টোর উদ্দেশ্যে যাত্রা করবে এবং একই দিন টরন্টো থেকেও ফিরতি ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। ঢাকা-টরন্টো রুটে বিমানের সর্বাধুনিক প্রযুক্তির ব্র্যান্ড নিউ বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজ ব্যবহৃত হবে।
আগামী ২০ জুলাই এর মধ্যে এ রুটের টিকেট কিনলে বাংলাদেশ থেকে যাত্রা শুরুর ক্ষেত্রে (একমুখি ও রিটার্ন উভয়ক্ষেত্রে) টিকেটের মূল ভাড়ার উপর ১৫ শতাংশ মূল্যছাড় পাবেন। তবে একই সময়ের মধ্যে কানাডা থেকে টিকিট কিনলে (একমুখি ও রিটার্ন উভয়ক্ষেত্রে) মূল ভাড়ার উপর ২৫ শতাংশ মূল্যছাড় পাওয়া যাবে। সেক্ষেত্রে ২৭ জুলাই থেকে ২০ আগস্ট এর মধ্যে ভ্রমণ শুরু করতে হবে। ২০ আগস্ট এর পর ভ্রমণ করলে ১৫ শতাংশ ডিসকাউন্ট প্রযোজ্য হবে।
বাংলাদেশ থেকে যাত্রা শুরু করলে বিশেষ ভাড়া ও ফ্লাইটসূচি
ইকোনমি ক্লাস: একমুখি যাত্রার ক্ষেত্রে ১৫ শতাংশ ডিসকাউন্ট দিয়ে প্রতিটি টিকিটের সর্বনিম্ন মূল্য ট্যাক্সসহ ৯০,৫১০ টাকা থেকে শুরু এবং ১৫ শতাংশ ডিসকাউন্ট দিয়ে রিটার্ন টিকেটের সর্বনিম্ন মূল্য ট্যাক্সসহ ১,৫৩,৩৭০ টাকা।
প্রিমিয়াম ইকোনমি ক্লাস: ১৫ শতাংশ ডিসকাউন্ট দিয়ে একমুখি সর্বনিম্ন ভাড়া ট্যাক্সসহ ১,২৭,৩০০ টাকা থেকে শুরু এবং রিটার্ন টিকেটের সর্বনিম্ন মূল্য ১৫ শতাংশ ডিসকাউন্ট দিয়ে ট্যাক্সসহ ২,৩৪,৩৫৫ টাকা।
বিজনেস ক্লাস: ১৫ শতাংশ ডিসকাউন্ট দিয়ে একমুখি সর্বনিম্ন ভাড়া ট্যাক্সসহ ১,৬৪,১০০ টাকা থেকে শুরু এবং রিটার্ন টিকেটের ক্ষেত্রে ১৫ শতাংশ ডিসকাউন্ট দিয়ে সর্বনিম্ন মূল্য ট্যাক্সসহ ৩,০৪,৩০২ টাকা।
বিমানের ওয়েবসাইট থেকে প্রোমোকোড BGWEB2022 ব্যবহার করে টিকেট কিনলে অতিরিক্ত ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে।
ফ্লাইটসূচি
আগামী ২৭ জুলাই থেকে সপ্তাহে প্রতি বুধবার বিজি৩০৫ বাংলাদেশ সময় ভোর সাড়ে তিনটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টরন্টোর উদ্দেশ্যে যাত্রা করবে। যাত্রাপথে ফ্লাইটটি রিফুয়েলিং এর জন্য স্থানীয় সময় সকাল ৯টায় তুরস্কের ইস্তান্বুলে অবতরণ করবে। এক ঘণ্টা বিরতি শেষে ইস্তান্বুল থেকে রওনা দিয়ে স্থানীয় সময় দুপুর ১ টা ৫৫ মিনিটে ফ্লাইটটি টরন্টো পৌঁছুবে।
সপ্তাহে প্রতি রোববার বিজি৩০৫ ঢাকা থেকে ভোর তিনটায় যাত্রা করে রিফুয়েলিং এর জন্য স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় তুরস্কের ইস্তান্বুলে অবতরণ করবে। এক ঘণ্টা বিরতি শেষে ইস্তান্বুল থেকে রওনা দিয়ে স্থানীয় সময় দুপুর ১ টা ২৫ মিনিটে ফ্লাইটটি টরন্টো পৌঁছুবে।
ফ্লাইটসূচি: প্রতি বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় টরন্টো থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। যাত্রাবিরতি ছাড়াই ফ্লাইটটি একটানা ১৬ ঘণ্টা উড়ে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত নাগে নটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
সপ্তাহে প্রতি রোববার টরন্টো থেকে স্থানীয় সময় রাত নটায় উড্ডয়ন করে সরাসরি ঢাকায় পৌঁছুবে সোমবার স্থানীয় সময় রাত ১১টায়।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা