চলমান বিশ্বকাপে ৭টি হাফসেঞ্চুরি পেয়েছেন সাকিব আল হাসান। কিন্তু দলের বাকিদের ব্যর্থতায় সেমিফাইনালে উঠতে পারেননি বাংলাদেশ। তাই সেমিফাইনালের আগেই দেশে ফিরতে হয়েছে টাইগারদের। তবে এই আসরে অসাধারণ পারফরম্যান্স করে হইচই ফেলে দিয়েছে বিশ্ব সেরা এই অলরাউন্ডার। সেইসঙ্গে বিবিসির পাঠকদের ভোটে নির্বাচিত সেরা একাদশেও জায়গার করে নিলেন তিনি।
বিশ্বকাপে ব্যাটিংয়ে ৮৬.৫৭ গড় ও ৯৬.০৩ স্ট্রাইক রেটে ৬০৬ রান করেছেন সাকিব। আর বোলিংয়ে তিনি ৩৬.২৭ গড়ে ১১টি উইকেট নিয়েছেন। যেখানে ওভারপ্রতি তিনি রান দিয়েছেন ৫.৩৯ করে। তার সেরা বোলিং ফিগার ছিল ২৯ রানে পাঁচ উইকেট।
সাকিব সম্পর্কে বিবিসির পক্ষ থেকে বলা হয়, সাকিব এই টুর্নামেন্টে ৭টি হাফসেঞ্চুরি পেয়েছেন। বিশ্বকাপ ইতিহাস আর কোনো ব্যাটসম্যানই এর চেয়ে বেশি ফিফটি করতে পারেননি( ভারতের শচীন টেন্ডুলকারও সমান ৭টি পঞ্চাশোর্ধ করেছিলেন ২০০৩ বিশ্বকাপে)। এছাড়াও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে সাকিব সবচেয়ে দ্রুত সময়ে ওয়ানডেতে ২৫০টি উইকেট ও ৫ হাজার রানের মালিক হয়েছেন।
বিবিসির পাঠক ভোটে সেরা বিশ্বকাপ একাদশ (ক্রমানুসারে): রোহিত শর্মা (ভারত), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), বিরাট কোহলি (ভারত), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), সাকিব আল হাসান (বাংলাদেশ), বেন স্টোকস (ইংল্যান্ড), অ্যালেক্স ক্যারি (অস্ট্রেলিয়া), ক্রিস ওকস (ইংল্যান্ড), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), জোফরা আর্চার (ইংল্যান্ড), যশপ্রীত বুমরাহ (ভারত)।
NB:This post is copied from kalerkantho
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা