কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশনে বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ৫৬০ জন যাত্রীকে জরিমানা করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশনে রেলওয়ের একটি টিম অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।
এসময় ১ লাখ ২৪ হাজার ৬৩০ টাকা জরিমানা ও সমপরিমাণ ভাড়া আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলীয় চিফ কমার্শিয়াল ম্যানেজার এস এম মোরাদ হোসেন। এ সময় তার সঙ্গে ছিলেন রেলওয়ের ঢাকা বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মো. শওকত জামাল সহসী, সহকারী বাণিজ্যিক কর্মকর্তা-১ মো. হামিদুল ইসলাম।
ভৈরব রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. কামরুজ্জামান জানান, বিনা টিকিটে রেল ভ্রমণের অপরাধে ব্লক চেকিং দিয়ে যাত্রীদের কাছ থেকে জরিমানা আদায় করা রেলওয়ের নিয়মিত কাজ। এ ধরনের ব্লক চেকিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত চলবে।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহম্মদ বিশ্বাস বলেন, সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-ভৈরব-কিশোরগঞ্জ, ঢাকা-সিলেট, ময়মনসিংহ-ভৈরব-চট্টগ্রাম, ঢাকা-ভৈরব-ময়মনসিংহ রেলপথে চলাচলকারী ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে বিরতি দেওয়া ১২টি আন্তঃনগর, মেইল ও লোকাল ট্রেনে টিকিট চেকিং অভিযান চালানো হয়। বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ৫ শত ৬০ জন যাত্রীর কাছ থেকে ১ লাখ ২৪ হাজার ৬৩০ টাকা জরিমানা ও সমপরিমাণ ভাড়া আদায় করা হয়।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা