বাংলাদেশ কোস্ট গার্ড ১৬০০ কেজি হাঙ্গরসহ একজনকে আটক করেছে।
বুধবার (২৭ নভেম্বর) কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধিনস্থ বিসিজি বেইস ভোলা একটি অভিযান পরিচালনা করে ১৬০০ কেজি হাঙ্গরসহ পাচারকারী মো: আনিছ মিয়া(২০) কে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর থানার ইলিশা ফেরী ঘাট এলাকায় ভোলা থেকে চট্রগ্রামগামী একটি কাভার্ড ভ্যান তল্লাশী করে হাঙ্গরসহ পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত হাঙ্গরের মূল্য আনুমানিক চার লক্ষ আশি হাজার টাকা। পরবর্তীতে জব্দকৃত হাঙ্গর ভোলার ইউএনও মো: কামাল হোসেন, সহকারী বন সংরক্ষক মো: জামাল ভূঁইয়া ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে মাটিতে পুঁতে রাখা হয় এবং কাভার্ড ভ্যানসহ পাচারকারীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ইউএনও ভোলা এর নিকট হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড এর এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার পাশাপাশি জলদস্যুতা, বনদস্যুতা, ডাকাতি এবং দেশের মৎস্য সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন।
আরও পড়ুন : মেজর হাফিজ উদ্দিন আহমেদ গ্রেপ্তার
দেখুন লাল সবুজের কথা’র ফেসবুক পেজ ।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা