চট্টগ্রামের বৃষ্টি অনেক চেষ্টা করেছে। টেস্টের চতুর্থ ও পঞ্চম দিনের বেশ বড় একটা অংশ বৃষ্টির দখলে গেছে। তবু বাংলাদেশের অলআউট হওয়া আটকায়নি। শেষ দিনে মাত্র ১৭.২ ওভারেই বাংলাদেশের ৪ উইকেট ফেলে দিয়ে ২২৪ রানের জয় পেয়েছে আফগানিস্তান। ওতেই প্রতিপক্ষের মাটিতে মাত্র দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই প্রথম জয় পেয়ে গেল। এ কীর্তি অবশ্য অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও পাকিস্তানেরও আছে। সে তুলনায় তাদের অন্য কীর্তিটা আরেকটু বেশি কৃতিত্বের। টেস্টে নিজেদের দ্বিতীয় জয়ে দলটি ভাগ বসিয়েছে অস্ট্রেলিয়ার ১৪০ বছর পুরোনো এক রেকর্ডেও।
নিজেদের প্রথম টেস্টে জয়ের রেকর্ড শুধু অস্ট্রেলিয়ার আছে। পরের ম্যাচেই তাদের হারিয়ে দ্বিতীয় টেস্টে নিজেদের প্রথম জয় বুঝে নিয়েছিল। দুই বছর পর (১৮৭৯ সালে) আরেকটি সফরে এসে একটি টেস্ট খেলেছিল ইংল্যান্ড। সেটাতেও জয় বুঝে নিয়েছিল অস্ট্রেলিয়া। ফলে নিজেদের প্রথম তিন টেস্টেই দুই জয়ের স্বাদ পেয়েছিল অস্ট্রেলিয়া। পরের বছর নিজেদের মাঠের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়েই নিজেদের দ্বিতীয় জয় পায় ইংল্যান্ড। সেটি ছিল তাদের চতুর্থ ম্যাচ। টেস্টে দ্বিতীয় জয় পাওয়ার পথে অস্ট্রেলিয়ানদের ধারে কাছে এত দিন শুধু ইংল্যান্ডই ছিল। আজ ইংল্যান্ডকে টপকে অস্ট্রেলিয়ার পাশে বসল আফগানিস্তান।
দ্বিতীয় জয় পেতে এদের কাছাকাছি আছে পাকিস্তান। নিজেদের দ্বিতীয় ম্যাচেই জয় পাওয়া পাকিস্তানের পরের জয়টি নবম ম্যাচে। এ কাজে তাদের পরেই আছে ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ১২ ম্যাচ খেলেই দ্বিতীয় জয় পেয়েছে উইন্ডিজরা। তাদের আগে টেস্ট খেলা শুরু করা দক্ষিণ আফ্রিকার লেগেছে এক ম্যাচ বেশি।
শ্রীলঙ্কার দ্বিতীয় জয় এসেছে তাদের ২০তম ম্যাচে। সে তুলনায় ভারতের অপেক্ষাটা বেশ দীর্ঘ। ৩০তম ম্যাচে গিয়ে প্রথম জয় পেয়েছে ভারত। টেস্ট খেলায় ভারতের চেয়ে অনেক পিছিয়ে থাকলেও ভারতের চেয়ে মাত্র এক ম্যাচ বেশি খেলেই দ্বিতীয় জয় পেয়েছে জিম্বাবুয়ে। প্রথম জয় পেতে ২৬ বছর অপেক্ষায় থাকা নিউজিল্যান্ডের দ্বিতীয় জয়ের অপেক্ষাও কম নয়। ৫৫তম ম্যাচে এসে দ্বিতীয় জয় পেয়েছে কিউইরা।
এতক্ষণ পড়ে ক্লান্ত হয়ে পড়লে একটি তথ্য দিয়ে শেষ করা যাক। যে বাংলাদেশকে হারিয়ে অস্ট্রেলিয়াকে ছুঁল আফগানিস্তান, সে বাংলাদেশ কততম ম্যাচে এসে দ্বিতীয় জয় পেয়েছিল? উত্তর হলো ৬০। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের প্রায় দ্বিতীয় দলকে হারিয়ে অবশেষে নিজেদের দ্বিতীয় জয়ের দেখা পেয়েছিল বাংলাদেশ।
NB:This post is copied from prothomalo.com
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা