প্রথমবার ছবি প্রযোজনায় আসছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। সঙ্গে রয়েছেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। ছবির নাম ‘নো ল্যান্ডস ম্যান’। এটি পরিচালনা করছেন মোস্তফা সরয়ার ফারুকী। সহপ্রযোজক হিসেবে আরও যুক্ত হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট অ্যাওয়ার্ড জয়ী মার্কিন প্রযোজক ও চলচ্চিত্র নির্মাতা শ্রীহরি শাথে।
মোস্তফা সরয়ার ফারুকী পরবর্তী চলচ্চিত্র ‘নো ল্যান্ডস ম্যান’-এর প্রধান নারী চরিত্রের জন্য অভিনেত্রী খুঁজছিলেন। যাচাই-বাছাইয়ের মধ্য দিয়ে এ চরিত্রে অভিনয়ের জন্য নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ান থিয়েটার অভিনেত্রী মেগান মিশেল। ‘নো ল্যান্ডস ম্যান’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়েই তার চলচ্চিত্রযাত্রা শুরু হচ্ছে।
পাশাপাশি এ ছবিতে যুক্ত হয়েছেন ইনডিপেনডেন্ট স্পিরিট পুরস্কারজয়ী মার্কিন প্রযোজক ও চলচ্চিত্র নির্মাতা শ্রীহরি শাথে। তিনি ‘এক হাজারি নোট’ নামের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি বেশ কয়েকটি ইনডিপেনডেন্ট সিনেমা প্রযোজনা করেছেন, যেগুলো বিশ্বের বিভিন্ন নামি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। চলচ্চিত্র নির্মাণ ও প্রযোজনার পাশাপাশি শ্রীহরি শাথে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটির স্কুল অব আর্টস-এর সহকারী অধ্যাপক।
মোস্তফা সারওয়ার ফারুকী বলেন, ‘এ ছবিটি আমার জন্য বিরাট একটি চ্যালেঞ্জ। বিগ বাজেটের একটি প্রজেক্ট। এরই মধ্যে এ ছবির চিত্রনাট্য একাধিক ফেস্টিভ্যালে প্রশংসিত হয়েছে। আশা করছি, এ ছবিটি দর্শকদের অনেক ভালো লাগা দিবে।’
এটি ২০১৪ সালে প্রথম বুসান ফিল্ম ফেস্টিভ্যালে এশিয়ান প্রজেক্ট মার্কেটে নির্বাচিত হয়। এছাড়া একই বছর নভেম্বরে ভারতের এনএফডিসি আয়োজিত ফিল্ম বাজারে সেরা প্রজেক্টের পুরস্কার লাভ করে এবং ডিসেম্বরে মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন অব আমেরিকা এবং এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডের যৌথ উদ্যোগে দেয়া অ্যাপসা ফিল্ম ফান্ড লাভ করে। নওয়াজ ও তিশা ছাড়াও ছবিটি প্রযোজনা করছেন বাংলাদেশের স্কয়ার গ্রুপের অঞ্জন চৌধুরী ও মোস্তফা সরয়ার ফারুকীর ছবিয়াল। আগামী বছরের শুরুতে আমেরিকা, অস্ট্রেলিয়া ও ভারতের বিভিন্ন লোকেশনে ছবির শুটিং হবে জানিয়েছেন প্রযোজক তিশা।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা