অনলাইন ডেস্ক
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া বেশ কিছু ছবিতে দেখা যায়, এইচএসসির ঢাকা বোর্ডের প্রশ্ন কোড ছিল কলকাতার ক্যাকটাস, রাজশাহী বোর্ডে লালন, চট্টগ্রাম বোর্ডে মাইলস, ময়মনসিংহ বোর্ডে কলকাতার পরশপাথর, কুমিল্লা বোর্ডে পেন্টাগন, বরিশাল বোর্ডে অবসকিউর, যশোর বোর্ডে প্রমিথিউস ও দিনাজপুর বোর্ডের প্রশ্নে মেঘদল ব্যান্ডের নাম। এ ছাড়াও বিভিন্ন বোর্ডের লিখিত পরীক্ষার প্রশ্নেপত্রে ফিডব্যাক, ওয়ারফেজ, আভাস, চিরকুট ও অ্যাশেজ ব্যান্ডের নামও দেখা গেছে।
সেসব নজরে এসেছে ব্যান্ডগুলোর সদস্যদের। ফেসবুকে তা শেয়ার করে জানিয়েছেন ভালোলাগার অনুভূতির কথা। অ্যাশেজের জুনায়েদ ইভান মনে করেন বাংলা ব্যান্ডের জন্য এই উদ্যোগ মাইলফলক হয়ে থাকবে।
মাইলসের হামিন আহমেদের কাছে বিষয়টি চমকপ্রদ মনে হয়েছে। যদিও প্রথমে তার নজরে আসেনি। অনুরাগীরা পোস্টে তাকে ট্যাগ করায় জানতে পারেন। তিনি মনে করেন, ব্যান্ডের দারুণ বিপ্লব ঘটেছে। মানুষের জীবনের সঙ্গে ব্যান্ডের গানগুলো মিশে আছে। তাই হয়ত এমনটা করা হয়েছে। এর ফলে তরুণ প্রজন্ম উদ্দীপ্ত হবে।
মেঘদলের শিবু কুমার শীলের কাছে বিষয়টি অভিনব মনে হয়েছে। ব্যাপারটিতে মজা পাওয়ার কথা জানান তিনি। অন্যদিকে আভাস ব্যান্ডও উচ্ছ্বাস প্রকাশ করেছে।
আগে প্রশ্নপত্রের সেট সাজানো হতো নদী-মাছ আর ফুল-ফলের নামে। সংশ্লিষ্টরা বলছেন, সময় ও দৃষ্টিভঙ্গি বদলানোর কারণে এবার ব্যান্ডের নাম ব্যবহার করা হয়েছে। যদিও এর সঙ্গে শিক্ষা বোর্ডের যুক্ততা নেই বলে জানা গেছে। বিজি প্রেস থেকে করা হয়েছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা