সাধারণ মানুষের উন্নতির জন্য প্রযুক্তিকে ব্যবহার করাই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ওয়েবসাইটে শুক্রবার এক নিবন্ধে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি ইন্ডিয়ান ইকোনমিক সামিটে অংশ নিতে চার দিনের সরকারি সফরে ভারতে রয়েছেন।
‘বাংলাদেশ ইজ বুমিং-অ্যান্ড হেয়ার ইজ হোয়াই’ শিরোনামের ওই নিবন্ধে চ্যালেঞ্জকে কিভাবে সুযোগে রূপান্তর করতে হয় বাংলাদেশ তা জানে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিখেছেন, যেখানে মানুষ অধিকতর উদ্ভাবনশীল হয়ে, প্রযুক্তি গ্রহণের মাধ্যমে ঝুঁকি নিয়েছে এবং চ্যালেঞ্জ মোকাবেলা করেছে।
নীরব রূপান্তরের উদাহরণ হিসেবে প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যের কথা তুলে ধরে বলেন, ‘২০০৯ সাল থেকে এখন পর্যন্ত আমরা সাধারণ জনগণকে ১০০ শতাংশ আইসিটি অ্যাক্সেস দিয়েছি। ফলে এশিয়া প্যাসিফিকের মধ্যে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যার বিচারে পঞ্চম স্থানে আছে বাংলাদেশ। শিগগির আমরা নগদবিহীন ডিজিটাল লেনদেনের দেশে পরিণত হব। গত বছর ই-কমার্স খাতে ২৬ কোটি ডলারের লেনদেন হয়েছে।’
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা