সারা বিশ্বে সালমানের ভক্তরা ছড়িয়ে রয়েছেন। সম্প্রতি ইরান থেকে এক প্রতিবন্ধী ভক্ত সালমানের ছবি এঁকে নজির গড়লেন। সেই ভিডিও সালমান নিজের সোশ্যাল মিডিয়াতেও শেয়ারও করেছেন।
ভিডিওতে দেখা যাচ্ছে, প্রতিবন্ধী ভক্ত পা দিয়ে সালমানের ছবি আঁকছেন। মন ভালো করা এই ভিডিওটি মুহূর্তে সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়। সালমান খান সেই ভিডিও-র ক্যাপশনে লেখেন, ঈশ্বর তোমার মঙ্গল করুন। তুমি যে পরিমাণে ভালোবাসা দিয়েছ তা ফেরত দিতে পারব না। কিন্তু তোমার জন্য অনেক ভালোবাসা ও শুভেচ্ছা।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, সালমনের ছবিটিতে রং দিচ্ছেন প্রতিবন্ধী ভক্ত। সালমান শেয়ার করার সঙ্গে সঙ্গে এই ভিডিও ছড়িয়ে পড়ে। সালমানের সঙ্গে সঙ্গে তাঁর প্রতিভার বাহবা দিতে থাকেন নেটিজেনরাও।
প্রসঙ্গত, সব মিলিয়ে সালমান খানের সময় এখন ভালোই যাচ্ছে। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তাঁর ছবি ভারত। আলি আব্বাস জাফর পরিচালিত এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ। এই ছবিটি বক্স অফিসে ভালো ব্যবসা করেছে। এই মুহূর্তে সালমান বিগবস ১৩-র প্রস্তুতি নিচ্ছেন।
NB:This post is copied from kalerkantho
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা