সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা উপলক্ষে পাশ্ববর্তী দেশ ভারতে সর্বোচ্চ ৫০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার।
পূজার শুভেচ্ছা হিসেবে বুধবার বাণিজ্য মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো আব্দুল লতিফ বাকসি। তিনি বলেন, কেবলমাত্র একজন রপ্তাণিকারক ভারতে ইলিশ রপ্তানির এ সুযোগ নিতে পারবেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) তপনকান্তি ঘোষ জানান, পূজা উপলক্ষে বাংলাদেশের শুভেচ্ছাস্বরূপ এই ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। এ অনুমতি আগামী ১০ দিন কার্যকর থাকবে। পূজার পর আর ইলিশ রপ্তানি করা যাবে না।
পাঁচ দিন ব্যাপী দুর্গাপূজা পালন উৎসব আগামী ৪ অক্টোবর থেকে শুরু হবে।
ইলিশ পশ্চিমবঙ্গের বাঙালিদের কাছে প্রিয় হলেও দেশের চাহিদা বিবেচনায় বিভিন্ন সময় তা রপ্তানি বন্ধ রাখে বাংলাদেশ সরকার।
চার বছর আগে ঢাকায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে রাজ্যে ইলিশ না পাওয়ার অনুযোগ করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা সে সময় বলেছিলেন, ইলিশ খুব কম পাচ্ছেন তারা। জবাবে শেখ হাসিনা বলেছিলেন, পানি এলে ইলিশও যাবে।
২০১২ সালের ১ আগস্ট ইলিশসহ সব ধরনের মাছ রপ্তানি নিষিদ্ধ করে সরকার। পরে ওই বছরের ২৩ সেপ্টেম্বর ইলিশ ছাড়া অন্যসব মাছ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেয় বাণিজ্য মন্ত্রণালয়। ইলিশের ওপর নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা