নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্পিরিট পান করে ছয় জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতাল ও ঢাকার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সকাল থেকে শনিবার ভোর পর্যন্ত উপজেলার বসুরহাট বাজারের পান বাজার সংলগ্ন রফিক হোমিও হলের স্পিরিট পান করে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ স্পিরিট বিক্রেতা ডা. জাহিদ উল্লাহ (৬৫) ও তার ছেলে মিজানুর রহমানকে (২৯) আটক করেছে।
নিহতরা হলেন- উপজেলার বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের ক্ষিরত মহাজন বাড়ির রবি লাল রায় (৫০), ওমর ফারুক লিটন (৫০), মোহাম্মদনগর গ্রামের মহিন উদ্দিন (৪২), বাঁশ বেপারি বাড়ির নূর নবী মানিক (৫০), চর কাঁকড়া ইউয়িনের টেকের বাজার এলাকার মুক্তিযোদ্ধা আব্দুল খালেক (৫৫) ও সিরাজপুর ইউনিয়নের মতলব মিয়ার বাড়ি সংলগ্ন মো. সবুজ (৬২)।
স্থানীয়দের অভিযোগ, রফিক হোমিও হলের মালিক জাহেদ ও তার ছেলে প্রিয়ম দীর্ঘদিন ধরেই অনেকটা খোলামেলাভাবেই দোকানে স্পিরিটসহ বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য বিক্রি করে আসছিল।
পুলিশ জানার আগেই নিহত ৩ জনের দাফন সম্পন্ন হয়েছে। তবে ৩ জনের দাফন এখনো সম্পন্ন হয়নি। এ ঘটনায় পুলিশ স্পিরিট বিক্রেতা জাহেদ ও তার ছেলে প্রিয়মকে আটক করেছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ নিহতদের বাড়ি পরিদর্শন করেছে। ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ৩ জনের দাফন আগেই সম্পন্ন করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা