অনলাইন ডেস্ক
পাকিস্তানের ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টার মাঠে ২৫ শতাংশ দর্শক মাঠে প্রবেশের অনুমতি দিয়েছে। সবকিছু ঠিক থাকলে ওয়ানডে সিরিজে সাড়ে ৪ হাজার দর্শক মাঠে বসে খেলা দেখতে পারবেন। আর টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ সাড়ে ৫ হাজার দর্শক মাঠে প্রবেশ করতে পারবেন।
তবে মাঠে উপস্থিত থাকার জন্য দর্শকদের দেওয়া হয়েছে শর্তও। তাদের প্রধান শর্ত হলো, দুই ডোজ করোনাভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করতে হবে। অর্থাৎ দুই ডোজ ভ্যাকসিন যারা নিয়েছে কেবল তারাই মাঠে বসে খেলা উপভোগ করতে পারবেন।
১৮ বছর পর, ২০০৩ সালের পরে এই প্রথম পাকিস্তান সফরে যাবে নিউজিল্যান্ড। সফরে তারা খেলবে তিন ম্যাচের ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। রাওয়ালপিন্ডিতে ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে ১৭, ১৯ ও ২১ সেপ্টেম্বর। লাহোরে টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২৫ সেপ্টেম্বর থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত।
এ প্রসঙ্গে পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেছেন, ‘দর্শকরাই যেকোনো খেলাধুলার প্রাণ এবং তারাই খেলোয়াড়দের পারফর্ম করতে অনুপ্রেরণা দেয়। সেই সঙ্গে তারাই খেলাটাকে আরও উপভোগ্য করে তোলে। আমরা এনসিওসিকে ধন্যবাদ জানাচ্ছি ৮ ম্যাচে ২৫ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেয়ার জন্য।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা