অনলাইন ডেস্ক
বিজয়ের ছবি মানেই বড় কিছু যা দর্শক মনে ঝড় তুলতে বার বারই সক্ষম হয়েছে। ‘থ্যালাপতি ৬৭’-ও তার ব্যতিক্রম নয়। গত বছরই বিজয়কে নিয়ে সুপারহিট অ্যাকশন ছবি ‘মাস্টার’ বানিয়েছেন লোকেশ কঙ্গরাজ। এবার একশন ড্রামা ধাচের এই ছবিতে জুটিবদ্ধ হচ্ছেন লোকেশ ও বিজয়।
অনেক আগে থেকেই ওটিটি প্ল্যাটফর্মগুলো আগ্রহ দেখিয়েছে ছবিটির স্বত্ব কিনতে। ছবিটি আগে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, পরে ওটিটি প্ল্যাটফর্মে। তারপরও ছবিটি কিনতে প্ল্যাটফর্মগুলোর আগ্রহে ভাটা পড়েনি।
টাইমস অব ইন্ডিয়’র বরাতে জানা গেছে, আনুষ্ঠানিকভাবে ছবিটি ঘোষণার আগেই ১৬০ কোটি রুপিতে ছবিটির ওটিটি স্বত্ব কিনে নিয়েছে একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম। কাজ শুরুর আগেই এত দামে আর কোনো তামিল সিনেমার ওটিটি স্বত্ব বিক্রি হয়নি।
‘থ্যালাপতি ৬৭’-এর বাজেট ৩২০ কোটি রুপির আশপাশে। সে হিসাবে মুক্তির আগেই বাজেটের অর্ধেক তুলে নিয়েছে ছবিটি। আর সেটা কেবল ওটিটির স্বত্ব থেকেই।
আগামী ডিসেম্বরে শুরু হবে ছবির কাজ। পরের আট মাস বিভিন্ন লোকেশনে হবে শুটিং।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
আক্রান্ত
৬৯৫৭২৪৬৫৭
সুস্থ হয়েছে
৬৬৭৭৪৫২৪৫
মৃত
৬৯১৯৩৩৫
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২০ পাওয়ার্ড বাই লালসবুজের কথা