অনলাইন ডেস্ক
৫ জুন সোমবার দুপুর দেড়টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের হাট চৌকগৌরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অটোরিকশার চালক নওগাঁ সদর উপজেলার চকপাথুরিয়া গ্রামের বাসিন্দা পাপ্পু সরদার (৫০), সিরাজগঞ্জ সদর উপজেলার খলিশাকুড়ী গ্রামের আব্দুস সালামের ছেলে নাজমুল ইসলাম (২২) ও একই উপজেলার সাটিকাবাড়ী গ্রামের আব্দুল জব্বারের ছেলে তানভীর আহমেদ চৌধুরী (২৪)। বাকি একজনের পরিচয় এখনও জানা যায়নি।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন দুর্ঘটনায় চারজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নওগাঁ থেকে একটি মালবাহী ট্রাক রাজশাহীর দিকে যাচ্ছিল। অপরদিকে বিপরীত দিক থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা নওগাঁর দিকে যাচ্ছিল। পথিমধ্যে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের হাট চকগৌরী পাশে বাগাচারা এলাকায় পোঁছালে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ড্রাইভারসহ চার যাত্রী নিহত হন।
দুর্ঘটনার পর সংবাদ পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশে দিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল সিভিল এর সদস্যরা।
ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি রেখে পালিয়ে যায় চালক।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা