ভারতের তৃণমূল কংগ্রেসের নব-নির্বাচিত সংসদ সদস্য নুসরাত জাহান রুহি এবং মিমি চক্রবর্তী সম্প্রতি দুর্গাপূজা উপলক্ষ্যে একটি বিশেষ ভিডিওতে একই ফ্রেমে কাজ করেছেন।
টিএমটি বার সংস্থার ওই বিশেষ গান ও ভিডিওটিতে ইতিমধ্যে ফেসবুকে ১.৫ মিলিয়নের বেশি ভিউ হয়েছে।
পূজার এই গানে কলকাতার জনপ্রিয় নায়িকা মিমি ও নুসরাতকে দেখা গিয়েছে অভিনব সাজে। পূজার গানের জন্য তাদের সাজও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কোমরবন্ধনী, হাতে-গলায় ভারী গয়না ও চন্দন রাঙা শাড়িতে সেজেছেন নুসরাত জাহান।
নুসরাতের থেকে কিছুটা অন্যরকম সনাতনী সাজেই দেখা গেছে মিমি চক্রবর্তীকে। খোলা চুল ও মুখে মুচকি হাসি। পরণে সবুজ বেনারসি, গোলাপি ব্লাউজে ক্যামেরাবন্দি হয়েছেন মিমি।
এছাড়াও ভিডিওতে আছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এতে যোগিনী দুর্গার বেশে ধরা দিয়েছেন এই নায়িকা। পরনে বেনারসি। গলায়-হাতে রুদ্রাক্ষের মালা, কানে ঝুমকো, নাকে নথ, পায়ে আলতা, সিঁথিতে সিঁদুর, শাখা-পলা-গয়নায় সেজেছেন তিনি।
‘আসে মা দুর্গা সে’ শিরোনামের গানটি এই বছরের ৩ থেকে ৮ অক্টোবর দুর্গাপূজার সময় ব্র্যান্ডের উদ্যোগের প্রচারের একটি অংশ।
গানটি পরিচালনা করেছেন টালিউডের জনপ্রিয় সুরকার ইন্দ্রদীপ দাশ গুপ্ত। গানটিতে কণ্ঠ দিয়েছেন রুপংকর বাগচি এবং ব্যান্ড দোহারসহ বাংলাদেশি শিল্পীরাও। ইন্ডিয়ান এক্সপ্রেস।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা