সিনিয়র স্টাফ রিপোর্টার : নরসিংদী এবং ঝিনাইদহে দুই শিশুকে হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। একইসঙ্গে এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে নারী অধিকারের সঙ্গে যুক্ত এই সংগঠনটি।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সংগঠনটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
বিবৃতিতে বলা হয়েছে, নরসিংদীর পলাশ উপজেলায় গজারিয়ার দাখিল উলুম মাদ্রাসার দশম শ্রেণির মাদ্রাসাছাত্রীকে হত্যা করে বাড়ির পাশে ফেলে যায় দুর্বৃত্তরা। অন্যদিকে, ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা শহরের রেলস্টেশন পাড়ায় তিন বছরের এক শিশুকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে।
এই ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে ঘটনার সাথে জড়িতদের সনাক্তকরণসহ দ্রুত গ্রেফতার, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের যথাযথ শাস্তি, নিহতের শিকার ছাত্রীর ও শিশুর পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবি জানিয়েছে সংগঠনটি।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা