সিনিয়র প্রতিবেদক আমাদের প্ল্যাটফর্ম হতে ক্রেতা যেমন সাশ্রয়ী মূল্য জানতে পারবে , ঠিক তেমন-ই সতেজ ও ভাল মালামাল এর নিশ্চয়তাও পাবে । এমনটিই জানালেন দামওয়ালা ডটকম এর চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) সৌরভ হোসেন। আজ বুধবার দামওয়ালা.কম.বিডি ও সাহা এন্টারপ্রাইজ এর ভিতর চুক্তি স্বাক্ষরকালে তিনি একথা বলেন। দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য যেমন- গ্রেসারি হতে শাক-সবজি কেনাকাটার সাশ্রয়ী প্লাটফর্ম হিসেবে দামওয়ালা.কম.বিডি (damwala.com.bd) কাজ করবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাহা এন্টারপ্রাইজ এর সিইও (সুশ্রী সাহা), দামওয়ালা.কম.বিডি -র সিইও সৌরভ হোসেন ও পরিচালক ইফফাত ওশিন । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- আইটি করক এর আদনান ইসলাম। দামওয়ালা সম্পর্কে সিইও সৌরভ হোসেন আরও বলেন , ‘দামওয়ালা প্লাটফর্মে ক্রেতা ভাল পণ্যের সবচেয়ে সাশ্রয়ী মূল্য জানতে পারার পাশাপাশি সর্বোচ্চ বাজার মূল্যও জানতে পারবে। এর ফলে ক্রেতাদের পণ্যের বাজার দর তুলনা করতে সহজ হবে।এই প্লাটফর্ম হতে নগরীর ব্যস্ত ক্রেতারা সতেজ ও ভাল পণ্য সাশ্রয়ী মূল্যে অতি সহজে কিনতে পারবে।’ পরিচালক ইফফাত ওশিন জানান , নগদ লেনদেনের ঝামেলা এড়াতে দামওয়ালার ক্রেতারা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের পাশাপাশি বিভিন্ন ই-কমার্স সার্ভিসের মাধ্যমেও দাম পরিশোধ করতে পারবেন । দামওয়ালা প্রথমত ঢাকা ও চট্টগ্রাম এ সেবা শুরু করলেও ভবিষ্যতে পুরো বাংলাদেশের পাশাপাশি দেশের বাইরেও সেবা পৌঁছে দিবে বলে আশা করে ।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা