২০১৪ সালে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক হয় বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামের। সেই টেস্টে এক ইনিংসে পাঁচ উইকেট নিয়ে স্মরণীয় করে রাখেন অভিষেকলগ্ন। এরপর থেকে তিনি বাংলাদেশ টেস্ট দলের নিয়মিত মুখ। নির্ভরতার প্রতীক। বৃহস্পতিবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথমদিন তাইজুল গড়লেন অনন্য কীর্তি। বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে টেস্টে শততম উইকেট নেয়ার গৌরব অর্জন করেন তিনি। সেই সঙ্গে গড়েছেন রেকর্ড। ২৫তম ম্যাচে শততম উইকেট শিকার করলেন, যা বাংলাদেশের কোনো বোলার এর আগে করতে পারেননি। উইকেটের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এখন তাইজুলের দখলে। তার আগে বাংলাদেশের আরও দু’জন শততম উইকেট নেয়ার কীর্তি গড়েন। দু’জনই স্পিনার। তারা হলেন- সাকিব আল হাসান ও মোহাম্মদ রফিক। তবে দ্রুত শততম উইকেট নিয়ে সাকিব-রফিকদের পেছনে ফেলে দিয়েছেন তাইজুল।
উইকেট-সেঞ্চুরি পূর্ণ করতে তার প্রয়োজন ছিল মাত্র একটি শিকার। তাইজুল সহজেই পারবেন, এমন পূর্বাভাস দিচ্ছিল চট্টগ্রামের স্পিন-উইকেট। তাছাড়া জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এর আগে এই বাঁ-হাতি পেয়েছিলেন সাফল্য। গত বছরের নভেম্বরে এ ভেন্যুতে প্রথম ইনিংসে একটি ও দ্বিতীয় ইনিংসে ছয় মিলিয়ে সাত উইকেট নিয়েছিলেন তিনি। টেস্ট ম্যাচ জয়ে যা রেখেছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। এবারও বল হাতে বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি তাকে। ম্যাচের প্রথম ঘণ্টায়ই পেয়ে যান আরাধ্য উইকেট। ১৩তম ওভারে আফগান ব্যাটসম্যান ইহসানউল্লাহ জানাতকে বোল্ড করে ম্যাচের প্রথম উইকেট নেন তাইজুল। এটাই তার শততম উইকেট।
বাংলাদেশের হয়ে ১০০ উইকেট নেয়ার প্রথম কৃতিত্ব মোহাম্মদ রফিকের। ক্যারিয়ারের শেষ টেস্টে দুই উইকেট নিয়ে উইকেটের সেঞ্চুরি পূরণ করেছিলেন তিনি। ৩৩ টেস্টে ১০০ উইকেট নিয়ে টেস্ট ক্যারিয়ারের ইতি টানেন রফিক। দেশের হয়ে ১০০ উইকেট শিকারি দ্বিতীয় বোলার সাকিব। তাইজুলের আগে দ্রুততম সময়ে উইকেট সেঞ্চুরির রেকর্ডটি ছিল তার। ২৮ টেস্টে ১০০ উইকেট নিয়েছিলেন সাকিব। তিনি এরইমধ্যে ২০০ উইকেট পার করেছেন। চট্টগ্রাম টেস্টের আগ পর্যন্ত শিকার করেছেন ২০৫ উইকেট। পাঁচ বছর আগে ৫ সেপ্টেম্বর টেস্ট অভিষেক হয় তাইজুলের। কাকতালীয়ভাবে সেই একইদিনে পূর্ণ হল তার উইকেট-শতক। এর মধ্যে ৮৩ উইকেট নিয়েছেন ঘরের মাঠে। বাকি ১৮টি বিদেশে। বল হাতে ধারাবাহিকভাবে সফল তাইজুল। ২০১৮ সালে দেশের হয়ে টেস্টে সর্বোচ্চ উইকেট নিয়েছেন। গত বছর সাত টেস্ট ম্যাচে তার উইকেট ছিল ৪৩।
মোহাম্মদ রফিক ও সাকিব আল হাসানের পর বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ১০০ উইকেটের মাইলফলক টপকে গেলেন তাইজুল ইসলাম।
টেস্টে বাংলাদেশের দ্রুততম ১০০ উইকেট শিকারি তিন বোলার
বোলার ম্যাচ উইকেট
তাইজুল ইসলাম ২৫* ১০০*
সাকিব আল হাসান ২৮ ১০০
মোহাম্মদ রফিক ৩৩ ১০০
NB:This post is copied from jugantor.com
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা