অনলাইন ডেস্ক
ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুরের শিববাড়ি পর্যন্ত সাড়ে ২০ কিলোমিটার পথে ৭টি ফ্লাইওভার গত ২৪ মার্চ খুলে দেওয়া হয়েছে। নিচের রাস্তার উন্নয়ন কাজও শেষের পথে। এছাড়া চান্দনা চৌরাস্তা থেকে শ্রীপুর পর্যন্ত চার লেন সড়কেও নেই তেমন সমস্যা। ফলে এবার ঈদযাত্রায় ভোগান্তির শঙ্কা নেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে।
তবে গাজীপুর চৌরাস্তায় ঢাকাগামী ফ্লাইওভারের কাজ শেষ না হওয়ায় ফিরতি পথে যানজট হতে পারে বলে আশংকা চালকদের।
যানজটের আরেক কারণ যত্রতত্র যাত্রী ওঠানো, এলোমেলো পার্কিং, ওভারটেকিং এবং ট্রাফিক আইন না মানা। সড়কে থ্রি হুইলার, অটোরিকশা বন্ধ এবং ফ্লাইওভার থেকে নামার পর যানবাহনের চলাচল স্বাভাবিক থাকলে যানজট হবে না বলে মনে করছে স্থানীয় ট্রাফিক বিভাগ।
গাজীপুর মহানগর ট্রাফিক পুলিশ বিভাগের উপ-কমিশনার আলমগীর হোসেন জানান, হোতাপাড়া বাস স্টপেজ, ভবানীপুর বাজার ও বাঘের বাজার বাসস্ট্যান্ডকে যানজটের পয়েন্ট হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। এসব এলাকার জন্য বিশেষ পরিকল্পনা রয়েছে তাদের। পাশাপাশি জেলা প্রশাসনও বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে জানান গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।
হাইওয়ে পুলিশের তথ্যে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রতিদিন ৫০ থেকে ৬০ হাজার যানবাহন চলাচল করে। ঈদযাত্রায় এই সংখ্যা বেড়ে যায় অন্তত তিনগুণ।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা