রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে তিন মাসব্যাপী বিশেষ মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আজ এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সোসাইটির সহ-সভাপতি মোহাম্মদ গোলাম সরোয়ার, প্রচার সম্পাদক শওকত আলী চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী এ কে শামীম, মহাসচিব মো. আবুল হাসেম, সহ-সভাপতি মো. শাহাদাত হোসেন, যুগ্ম সম্পাদক আবুল কালাম চৌধুরী, যুগ্ম সম্পাদক মোহাম্মদ বাহার খান, সহ-সভাপতি মুক্তার হোসেন চৌধুরী, মহিলা বিষয়ক সহ-সম্পাদক রেহনুমা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় সোসাইটির মহসচিব মো. আবুল হাসেম বলেন, আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে প্রথম আমরা বসুন্ধরা আবাসিক এলাকার বাড়ির মালিক ও ডেভেলপারদের চিঠি দিয়েছি। পরবর্তীতে আমরা এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছি। আগামী তিনমাস ১২ জন সুপারভাইজরের নেতৃত্বে ১৩০ জন পরিচ্ছন্নতা কর্মী ১০টি ফগার মেশিন ও ১০টি স্প্রে মেশিন দিয়ে এ অভিযানে কাজ করা হবে।
বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির মহিলা বিষয়ক সহ-সম্পাদক রেহনুমা আক্তার বলেন, আমাদের এলাকায় যেভাবে মশার ওষুধ দেওয়া হচ্ছে, একইভাবে সারাদেশে ছড়িয়ে দিতে পারলে ডেঙ্গু অনেকাংশে প্রতিরোধে করা সম্ভব।
বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির সহ-সভাপতি মো. গোলাম সরোয়ার বলেন, নিজেদের আবাসস্থলে মশা দমন করতে আমাদের নিয়মিত অভিযান চলে। তারপরও সাম্প্রতিক সময়ে এডিস মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় আমরা মশা নিধনে বিশেষ অভিযান শুরু করেছি।
NB:This post is copied from bd-pratidin.com
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা