অনলাইন ডেস্ক
সোমবার (২৯ মে) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বলেন, হাসপাতালগুলোতে আলাদা ডেঙ্গু কর্ণার খোলা হয়েছে। জরুরি কোনো অবস্থা হলে সরকারের প্রস্তুতি রয়েছে। ডেঙ্গু মোকাবেলায় প্রায় আড়াই হাজার ডাক্তারকে বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম চালানোর কথাও জানান তিনি।
সাংবাদিকদের উদ্দেশে জাহিদ মালেক বলেন, আপনাদের মাধ্যমে আমরা জনগণকে অবহিত করতে চাই, আপনারা ডেঙ্গু প্রতিরোধ করার ব্যবস্থা নিন। মানে বাসার আশেপাশের আঙিনা পরিষ্কার রাখুন, নিজের ঘর স্প্রে করুন, আশেপাশে যদি জঙ্গল থাকে, সেটা স্প্রে করুন এবং পানি বা যদি অন্য কিছু জমে থাকে সেগুলো সরিয়ে ফেলুন। এ কাজগুলো আমাদের নিজেদেরই করতে হবে। কেউ অসুস্থ হলে হাসপাতালে এসে তাড়াতাড়ি চিকিৎসা নিবেন। সময়মতো চিকিৎসা নিলে প্রায় সবাই সুস্থ হয়ে যাচ্ছেন।
এ সময় করোনা পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। জানান, এখন পর্যন্ত ৩৬ কোটির বেশি টিকা দেয়া হয়েছে। প্রথম ডোজ ৮৮ শতাংশ মানুষকে দেয়া হয়েছে। টিকা নেয়ার লোক এখন কম। করোনায় এখন আক্রান্ত কম এবং মৃত্যু একেবারেই নেই বললেই চলে। তবে টিকা নেয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন স্বাস্থ্যমন্ত্রী।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
আক্রান্ত
৬৯৫৭২৪৬৫৭
সুস্থ হয়েছে
৬৬৭৭৪৫২৪৫
মৃত
৬৯১৯৩৩৫
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২০ পাওয়ার্ড বাই লালসবুজের কথা