ঝালকাঠির রাজাপুরে ডাকাতের হামলায় গৃহকর্তা আবদুল হক (৫৫) নিহত হয়েছেন। গতকাল (সোমবার) রাত ২টার দিকে উপজেলার দক্ষিন রাজাপুর এলাকার পোদ্দারহাওলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবদুল হক ওই এলাকার মৃত আলী আজিমের ছেলে। আজ সকালে ঝালকাঠি পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন ও সহকারী পুলিশ সুপার (রাজাপুর-কাঁঠালিয়া সার্কেল) মো. শাখাওয়াত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহতের স্ত্রী লিলি বেগম জানান, রাত ২টার দিকে সাতজনের মুখোশপরা একটি সশস্ত্র ডাকাতদল দরজা ভেঙে ঘরে প্রবেশ করে লুটপাট শুরু করে। এতে বাধা দিলে গৃহকর্তা আবদুল হককে বেঁধে মারধর করে ডাকাতরা। মারধরের সময় এক ডাকাত গৃহকর্তার বুকে পা দিয়ে সজোরে আঘাত করে। এতে তিনি অচেতন হয়ে পড়েন এবং একপর্যায়ে মারা যান। ডাকাতরা দেড়ঘণ্টা ধরে ঘরের ভেতরে অবস্থান করে। এ সময় সারে ৩ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে ডাকাতরা চলে যায়।
স্থানীয়রা জানায়, নিহত আবদুল হক দির্ঘদিন প্রবাসে ছিলেন। বর্তমানে তার দুই ছেলে প্রবাসে থাকেন। রাতে বৃষ্টি হওয়ার কারণে ডাকাতির বিষয়টি প্রতিবেশীরা কেউ টের পায়নি।
সহকারী পুলিশ সুপার (রাজাপুর-কাঁঠালিয়া সার্কেল) মো. শাখাওয়াত হোসেন বলেন, গৃহকর্তা আবদুল হকের শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাই তিনি ডাকাতের হামলায় নিহত হয়েছেন কি-না তা নিশ্চিত নই। মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
NB:This post is copied from kalerkantho
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা