টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। বাংলাদেশে টেস্ট সিরিজ খেলতে আগামী বছর জুন-জুলাইয়ে টাইগারদের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। । শুক্রবার নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে সাদা পোশাকে খেলতে এলেও আগামী মাসের পূর্বনির্ধারিত দুই ম্যাচের টি ২০ সিরিজ পিছিয়েছে তারা।
গতকাল অস্ট্রেলিয়ার ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান পিটার রোচ বলেন, ‘২০২০ সালের জুনে বাংলাদেশ সফর নিয়ে আমরা আনন্দিত। দুই বোর্ডই মনে করে পূর্বের সূচির চেয়ে এই সূচিতে সিরিজ আয়োজন বেশি লাভজনক হবে। জমজমাট একটা লড়াইয়ের আশা করছি।’
সবশেষ ২০১৭ সালে বাংলাদেশ সফরে আসে স্টিভেন স্মিথের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া ক্রিকেট দল। স্মিথের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার সঙ্গে সবশেষ টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করে বাংলাদেশ।
আগামী মাসে বাংলাদেশে দুই ম্যাচের টি ২০ সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। বিসিবি একটি টি ২০ বাড়িয়ে সেটি তিন ম্যাচের সিরিজ করতে চেয়েছিল। কিন্তু সিরিজ এক বছরেরও বেশি সময় পিছিয়ে গেছে। নতুন সূচি অনুযায়ী, পিছিয়ে যাওয়া টি ২০ সিরিজ ২০২১ সালে হবে, ম্যাচ হবে তিনটি।
নতুন সূচিতে ২০২১-এ ছোট ফরম্যাটে খেলতে আসবে অসিরা।
এ নিয়ে তৃতীয়বার টেস্ট খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। সফর নিশ্চিত হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন সিএ’র ক্রিকেট অপারেশন্স প্রধান পিটার রোচ।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা