কক্সবাজারের টেকনাফে সৈকত উপকূল থেকে সাগরপথে মালয়েশিয়াগামী নারী ও শিশুসহ ১৬ রোহিঙ্গাকে স্থানীয় জেলেদের সহায়তায় আটক করেছে কোস্টগার্ড।
শনিবার রাত ৮টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া সৈকতের তীরবর্তী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এলাকার তসলিমা (১৮), ছেনোয়ারা (২৮), শেহেলা (৭), শাহা নুর (৪০), ছমুকা বিবি (৮), সাজিদা (৩৩), নজির আহমদ (২৮), মো. আতিক (২৩, বালুখালির জোহুরা (১৮), ইমরান (২২), নুর আয়েশা (১৮), ফারবিন (১৮), জাহেদা (৪০), ওম্মে জমিলা (১৬) ও ফাতেমা (১৮)। তাদের সবাই দু’বছর আগে মিয়ানমার থেকে পালিয়ে এসে আশ্রয় নিয়েছিল রোহিঙ্গা ক্যাম্পে।
আটকের বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ড টেকনাফ স্টেশান কমান্ডার লে. সোহেল রানা বলেন, সমুদ্রপথে মালয়েশিয়া পাড়ি দিতে টেকনাফ সদরের হাবিবছড়া সৈকত এলাকায় একদল রোহিঙ্গা নারী পুরুষ মালয়েশিয়া যাবার প্রস্তুতি নিচ্ছিল, এমন খবর পেয়ে স্থানীয় জেলেরা তাদের বাঁধা প্রদান করে। পরে এ খবরে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করা হয়।
তিনি আরো বলেন, আটককৃতদের মধ্যে ১০ নারী ও দু’জন শিশু রয়েছে। আটক রোহিঙ্গারা দালালের মাধ্যমে সমুদ্রপথে মালয়েশিয়া যাচ্ছিল বলে স্বীকার করেছে। তাদের পাচারে সহযোগিতাকারীদের চিহ্নিত করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আটক রোহিঙ্গাদের টেকনাফ মডেল থানায় হন্তান্তর করে আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে বলে তিনি জানিয়েছেন।
NB:This post is collected from .bd-pratidin.com
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা