এবার টি-টেন লিগে যুক্ত হয়েছে বাংলাদেশের একটি দল। দলটির নামকরণ করা হয়েছে ‘বাংলা টাইগার্স’। দলটির সত্ত্বাধিকারী হিসেবে আছেন বাংলাদেশের দুই ব্যবসায়ী ইয়াসিন চৌধুরী এবং সিরাজুদ্দিন আলম।
শুক্রবার নিজেদের অফিসিয়াল টুইটারে বিষয়টি নিশ্চিত করেছে টি-টেন টুর্নামেন্ট কর্তৃপক্ষ। আরব আমিরাতের প্রভাবশালী সংবাদমাধ্যম খলিজটাইমসের সঙ্গে আলাপকালে ইয়াসিন জানিয়েছেন, টি-টেন লিগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমরা আনন্দিত। এটা আমাদের জন্য গর্বের দিন এবং বাংলাদেশের কনিউনিটি আমাদের সাদরে গ্রহণ করবে।
দলটির আরেক সত্ত্বাধিকারী সিরাজুদ্দিন জানিয়েছেন, বাংলাদেশের শীর্ষ খেলোয়াড়দের দলে ভেড়াতে চান তাঁরা। যদিও এই টুর্নামেন্ট চলাকালে বাংলাদেশ দল ব্যস্ত থাকবে ভারতের বিপক্ষে সিরিজ খেলতে। তারপরও বাংলাদেশের শীর্ষ খেলোয়াড়দের দলে নেওয়ার আশা ছাড়ছেন না তিনি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সাবেক সেক্রেটারি ও বিসিবির সাবেক পরিচালক সিরাজউদ্দিন আলমও আছেন দলটির মালিকানায়। তিনি বলেছেন, ‘সংযুক্ত আরব আমিরাতে ৭ লাখ বাংলাদেশি আছেন, তাদের সঙ্গে বাংলাদেশের প্রত্যেকটি ক্রিকেট ভক্তকে যুক্ত করতে চাই, যাতে তারা আমাদের দলকে সমর্থন দেন। গোটা স্টেডিয়ামে দলের জন্য বাংলাদেশ ভক্তদের আওয়াজ শুনতে পেলে ভালো লাগবে।’
টি-টেন লিগের চেয়ারম্যান শাজি-উল মুলক বলেন, ‘বাংলা টাইগার্সকে’ আমরা সুস্বাগত জানাচ্ছি। গেল আসরে বেঙ্গল টাইগার্স নামে একটি দল খেলে। এবার সেটির নাম পাল্টে দিল্লি বুলস করেছেন মালিকরা। বাংলাদেশের ক্রিকেটারদের ওপর দৃষ্টি রাখতে এটি আমাদের বড় সুযোগ করে দিয়েছে। দলটি দেশটির ক্রিকেটের চেতনা প্রতিনিধিত্ব করবে।
আগামী ১৪ নভেম্বর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে আসন্ন টি-টেন লিগ-২০১৯। খেলা হবে রাউন্ড রবিন পদ্ধতিতে। ১০ দিনের এই প্রতিযোগিতার ফাইনাল হবে ২৪ নভেম্বর।
টি-টোয়েন্টি ক্রিকেটের জনপ্রিয়তার কথা মাথায় রেখে ২০১৭ সালে টি-১০ লিগের উদ্ভব হয় সংযুক্ত আরব আমিরাতে। প্রথম মৌসুমে অবশ্য তারকা ক্রিকেটারদের তেমন একটা উপস্থিতি ছিলো না। কিন্তু ২০১৮ সালের দ্বিতীয় আসরে বেশ জমজমাট ছিল টি-১০ লিগ।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা