টাইফুন লিংলিংয়ের আঘাতে উত্তর কোরিয়ায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৩ জন।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ জানায়, লিংলিংয়ের আঘাতে উত্তর কোরিয়ায় কৃষিজমি এবং কয়েকশ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
লিংলিং টাইফুন-১৩ নামের ঝড়টি স্থানীয় সময় শনিবার বিকেলে প্রলয়ঙ্কারীভাবে উত্তর কোরিয়ায় ব্যাপক তাণ্ডব চালায়।
উত্তর কোরিয়ার বনাঞ্চল এবং অবকাঠামো প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে বন্যার ঝুঁকির মধ্যে রয়েছে। সেখানে জরুরি সাহায্য ও উদ্ধার অভিযান চালাচ্ছে জাতীয় দুর্যোগ কমিটি। তারা জানিয়েছে, টাইফুনের আঘাতে সাড়ে ৪শ’ টিরও বেশি বাড়িঘর ধসে পড়েছে তারমধ্যে কমপক্ষে ১২টি সরকারি ভবন রয়েছে। ৪৬ হাজার হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।
NB:This post is copied bd-pratidin
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা