জাপানের তীব্র দাবদাহ দেখা দিয়েছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দাবদাহে ১১ জনের মৃত্যু হয়েছে। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
জাপানি কর্মকর্তারা জানিয়েছেন, গত এক সপ্তাহে তীব্র দাবদাহের কারণে অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছেন পাঁচ হাজারের বেশি মানুষ। হাসপাতালে ভর্তি হওয়া ৫০ শতাংশের বেশি মানুষের বয়স ৬৫ বা তার উপরে। আগামী সপ্তাহে তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া দপ্তর।
জানা গেছে, রবিবার সন্ধ্যায় ওসাকা শহরের হিরাকাটা পার্কে ২৮ বছর বয়সী ওই ব্যক্তি মারা যান। তিনি ১৬ কেজি ওজনের কস্টিউম পরিধান করে প্রায় ২০ মিনিট ধরে নাচ-গান করছিলেন। এত ভারী ওজনের পোশাক পরে মাসকট সেজে থাকায় তীব্র গরমে তার মৃত্যু হয়। ওই ব্যক্তির মৃত্যুর পর পার্কগুলোতে এই গ্রীষ্মের মধ্যে সব ধরনের মাসকট ইভেন্ট বাতিল করা হয়েছে।
NB:This post is copied from kalerkantho
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা