ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের এমবিবিএস ২৫তম ব্যাচের নবাগত শিক্ষার্থীদের শপথগ্রহণ ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) স্মৃতিসৌধে নবীন শিক্ষার্থীদের সুচিকিৎসক হওয়ার জন্য পথ নির্দেশক সাতটি শপথ বাক্য পাঠ করান গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ফরিদা আদিব খানম।
শপথগ্রহণ শেষে গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের একাডেমিক ভবন মিলনায়তনে শিক্ষার্থীদের নবীনবরণ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ফরিদা আদিব খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালের সমন্বয়ক ডা. মনজুর কাদির আহমেদ, শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মেসবাহ উদ্দিন আহমেদ, ফিজিওলজি বিভাগের প্রধান ডা. মুনজিবা শামস্, প্যাথলজী বিভাগের বিভাগীয় প্রধান ডা. গোলাম মোহাম্মদ কোরেশী, বায়োকেমিস্ট্রি বিভাগের প্রধান ডা. শাকিল মাহমুদসহ অন্যরা।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা