বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে মানববন্ধন করেছে ঝালকাঠি জেলা বিএনপি। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের আমতলার মোড় গলিতে দলীয় কার্যালয়ের পাশে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি। মানববন্ধনে বক্তারা খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে মুক্তি এবং তার সুচিকিৎসার দাবি জানান।
এ মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি নুরুল আলম গিয়াস, সদর উপজেলা বিএনপির সভাপতি সরদার এনামুল হক এলিন, শহর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু, জেলা মহিলা দলের সভানেত্রী মাহফুজা জুয়েল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক রবিউল হোসেন তুহিন, সহসভাপতি কামাল মলিস্নক, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরদার সাফায়েত হোসেন ও সাধারণ সম্পাদক এনামুল হক সাজু।
NB:This post is collected from kalerkantho.com
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা