কুড়িগ্রামের উলিপুরের দূর্গাপুর বাজারে আরএম ইলেক্ট্রনিক্স নামে একটি শো রুমে চুরির ঘটনায় জড়িত সন্দেহে দূর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতিসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- দূর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আরিফুল আলম কাজল (৩০), হালিমুর রহমান দিগন্ত (২৪) ও সুমন (২৮)।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক তপন চন্দ্র রায় বলেন, চুরির ঘটনায় তিনজনকে রোববার বিকালে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার দূর্গাপুর বাজারের আরএম ইলেক্ট্রনিক্স নামের ওয়ালটন শো-রুম গত শুক্রবার রাতে বন্ধ করে দোকান মালিক রাফেল মাহমুদ বাড়ি চলে যান। শনিবার সকালে দোকান খুলে মালামাল ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখতে পান। দোকানে রাখা ২০টি এন্ড্রয়েড ফোন এবং ক্যাশে রাখা নগদ দুই লাখ ৮০ হাজার টাকা চুরি হয়। সংঘবদ্ধ চোরের দল ওই শো-রুমের ঘরের চালের টিন খুলে চুরির ঘটনা ঘটায়।
পরে দোকানে থাকা সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে চুরির সাথে জড়িত একজনকে শনাক্ত করে দোকান মালিক রাফেল মাহমুদ থানায় লিখিত অভিযোগ করেন। শনিবার হালিমুর রহমান দিগন্তকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে পুলিশ।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দূর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও ওই ইউনিয়নের খোরশেদ আলমের পুত্র একাধিক মামলার আসামি আরিফুল আলম কাজল ও দূর্গাপুর নামাটারী গ্রামের মোজাফ্ফর আলীর পুত্র সুমনকে আটক করা হয়।
ইউনিয়ন ছাত্রলীগ সভাপতির চুরির ঘটনায় সম্পৃক্ত থাকায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা