অনলাইন ডেস্ক
শনিবার (১৯ জুলাই) বিকেল ৩টায় সমাবেশ শুরুর কথা রয়েছে। দুপুর ১টার দিকে নেতারা কক্সবাজারে পৌঁছান। এর মধ্যে একটি হোটেলে উঠেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা।
খোঁজ নিয়ে জানা যায়, কক্সবাজার শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনী ও পুলিশ। এছাড়া রিংরোড, টার্মিনাল, কলাতলীসহ শহরের গুরুত্বপূর্ণ জায়গায় র্যাব, সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
শহরের শহীদ দৌলত ময়দানে সমাবেশের মঞ্চ প্রস্তুত করা হয়েছে। সেখানে দলটির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত আছেন। তারা জাতীয় নেতাদের অপেক্ষায় আছেন।
কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিন চৌধুরী বলেন, এনসিপির সমাবেশ ঘিরে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী, র্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এস এম সুজাউদ্দিন বলেন, আমাদের সব প্রস্তুতি শেষ। কেন্দ্রীয় নেতারা কক্সবাজারে পৌঁছেছেন। বিকেলে তারা সমাবেশে ভাষণ দেবেন। এসময় তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, এটি গোপালগঞ্জ নয়, এটি কক্সবাজার। এখানে গোপালগঞ্জের হিসাব মাথায় যেন না আসে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা