চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে জেলার শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তে এ ঘটনা ঘটে। ৫৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মাহবুবুর রহমান খান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, উপজেলার দূর্লভপুর ইউনিয়নের মনোহরপুর হঠাৎ পাড়া গ্রামের সাইফুদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন পটল ও একই ইউনিয়নের দোভাগী গ্রামের আসাদুল ইসলামের ছেলে রয়েল।
লে. কর্ণেল মাহবুবুর রহমান খান জানান, বুধবার রাতে রয়েল ও সাদ্দাম হোসেন পটলসহ আরও কয়েকজেনর একটি দল আর্ন্তজাতিক সীমান্ত পিলার ১৬ এর সাব পিলার ৫ দিয়ে ভারতে গরু আনতে যায়। বৃহস্পতিবার ভোরের দিকে গরু নিয়ে ফেরার পথে ভারতের নূরপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান রয়েল ও পটল।
এদিকে, পটলের মরদেহ বাংলাদেশে নিয়ে আসা হলেও রয়েলের মরদেহ ভারতীয় ভূখণ্ডে পড়ে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
NB:This post is copied mzamin
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা