একাত্তর টিভির সাংবাদিককে মারপিটের প্রতিবাদে খুলনা-যশোর সড়ক অবরোধ একাত্তর টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান রকিব উদ্দিন পান্নুর উপরে পুলিশ এবং ওয়াসা কর্তৃপক্ষের হামলা ও মারপিটের প্রতিবাদে খুলনা-যশোর সড়ক অবরোধ করে সাংবাদিকরা।
রবিবার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সড়কের জোড়াগেট এলাকায় তাৎক্ষনিক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পরে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ও কেএমপি’র উর্দ্ধতন কর্মকর্তারা দায়ী ঠিকাদারি প্রতিষ্ঠান ও পুলিশের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনে প্রতিশ্রুতি দিলে সাংবাদিকরা কর্মসুচি প্রত্যাহার করে নেন। এতে খুলনা প্রেসক্লাব, এমইউজে, কেইউজে, কেসিআরএসহ কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আরোও পড়তে পারেন : ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠে অংশ নিতে ৮ জোড়া বিশেষ ট্রেন ভাড়া করলো সরকার