বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলার তিনি। তার বলে ঘাবড়ে যান তাবড় তাবড় ব্যাটসম্যানরাও। কিন্তু ২২ গজের বিশ্বযুদ্ধ চলার সময়ই তিনি চলে এলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তিনি ইয়র্কার বিশেষজ্ঞ জাসপ্রিত বুমরা।
তবে তাকে নিয়ে নেটদুনিয়ায় সাম্প্রতিক আলোচনা বিস্ময়কর কোনও বলের জন্য নয়। দক্ষিণী অভিনেত্রী অনুপমা পরমেশ্বরণ তার প্রেমিকা কি না, তা জানতেই কৌতূহলী হয়েছেন নেটিজেনরা।
ক্রিকেটে তারকা ও অভিনেত্রীদের মেলবন্ধন নতুন কিছু নয়। মনসুর আলি খান পতৌদি ও শর্মিলা ঠাকুরের সম্পর্ক উদাহরণ হয়ে আছে।
বিরাট কোহলি ও আনুশকা শর্মা সে তালিকায় সাম্প্রতিক সংযোজন। তাহলে কী সেই পথেই হাঁটতে চলেছেন বুমরাও? এই গুঞ্জন তীব্র হয়েছে, দক্ষিণী অভিনেত্রী অনুপমা পরমেশ্বরণ টুইটারে বুমরাকে ফলো করা শুরু করার পর থেকে।
কিন্তু টুইটারে কাউকে ফলো করা মানেই কি প্রেম? সম্পর্ক? এই প্রশ্নের জবাব এক সংবাদমাধ্যমকে দিয়েছেন অনুপমা।
সেখানে তিনি জানিয়েছেন, বুমরা তার বন্ধু ঠিকই। কিন্তু তার সঙ্গে কোনও রকম সম্পর্ক নেই।২০১৫ সালের মালয়ালাম ছবি ‘প্রেমাম’-এ মেরি জর্জ-এর ভূমিকায় অনুপমার অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের।
আর অনুপমার আগে তেলুগু অভিনেত্রী রাশি খান্নার সঙ্গেও বুমরার সম্পর্ক নিয়ে তৈরি হয়েছিল গুঞ্জন। কিন্তু সেই গুঞ্জন নাকচ করেছিলেন ওই তেলুগু অভিনেত্রী।
NB:This post is copied from BDpratidin.
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা