হত্যার হুমকি পেয়ে উদ্বিগ্ন উদিত নারায়ণ। বিপদের আশঙ্কায় তিনি বাইরে বের হতে পারছেন না। পরিবারের সদস্যরাও শঙ্কিত। জুলাই মাসে একই মোবাইল নম্বর থেকে অজ্ঞাত এক ব্যক্তি তিনবার এই হুমকি দিয়েছেন। এরপর মুম্বাইয়ের যোগ্বেশ্বরীর প্রভাত নগরের আম্বোলী পুলিশ স্টেশনে অভিযোগ করেছেন বলিউডের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী। যে নম্বর থেকে এই হত্যার হুমকি দেওয়া হয়েছে, সেই নম্বরের সূত্র ধরে এরই মধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। পাশাপাশি চাঁদা চাওয়া, পূর্বশত্রুতা কিংবা অন্য কোনো কারণে এমন হুমকি দেওয়া হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া উদিত নারায়ণের বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।
আম্বোলী থানার ঊর্ধ্বতন কর্মকর্তা ভরত গায়কোয়াড় জানান, উদিত নারায়ণের কাছ থেকে তাঁরা অভিযোগ পেয়েছেন। মুম্বাই পুলিশের অপরাধ বিভাগের অ্যান্টি-এক্সরশন সেল বিষয়টি তদন্ত করছে। যে নম্বর থেকে এই হুমকি এসেছে, সেই নম্বরটি এখন আছে বিহারে। এ ধরনের ঘটনায় সাধারণত ভিন্ন ভিন্ন ফোন নম্বর থেকে এ ধরনের হুমকি দেওয়া হয়। এ ক্ষেত্রে যিনি হুমকি দিচ্ছেন, তিনি একই নম্বর ব্যবহার করছেন। হুমকিদাতাকে অপেশাদার বা একেবারেই নতুন বলে ধারণা করা হচ্ছে।এদিকে আম্বোলী থানা থেকে জানানো হয়েছে, সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদিত নারায়ণ মুম্বাইয়ের যে অ্যাপার্টমেন্টে থাকেন, গ্রেপ্তার ব্যক্তি সেই অ্যাপার্টমেন্টের নিরাপত্তারক্ষী। যে নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছে, নম্বরটি এই নিরাপত্তারক্ষীর। পুলিশ এরই মধ্যে তাঁকে গ্রেপ্তার করেছে। জিজ্ঞাসাবাদে এই নিরাপত্তারক্ষী জানিয়েছেন, মাস তিনেক আগে তাঁর মোবাইলটি চুরি হয়েছে। তাঁর বাড়ি বিহারে। বাড়ি যাওয়ার পথে মোবাইলটি চুরি হয়। তবে পুলিশ এখনই এই নিরাপত্তারক্ষীকে ছাড়ছে না। তার মাধ্যমেই যিনি হুমকি দিয়েছেন, তাঁকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।
NB:This post is copied from prothomalo.com
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা