পাবনার ফরিদপুরে উত্ত্যক্তকারীর ভয়ে কলেজে যেতে পারছেন না পৌর মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর একজন ছাত্রী। কলেজের উদ্দেশে বাড়ি থেকে বের হলেই পথে দাঁড়িয়ে থেকে প্রায়ই ওই ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করে জাকারিয়া সরকার (২৫) নামের এক বখাটে যুবক। জাকারিয়া ফরিদপুর পৌর শহরের পার ফরিদপুর মহল্লার আলিমুদ্দিন সরকারের ছেলে। উত্ত্যক্তের শিকার ওই কলেজছাত্রীও একই এলাকায় বাস করে। এ ঘটনায় শুক্রবার রাত্রে ওই কলেজছাত্রী ফরিদপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ওই ছাত্রীর পরিবারের অভিযোগ, বখাটে জাকারিয়া একবছর ধরে ওই ছাত্রীর কলেজে যাওয়ার পথে রাস্তায় দাঁড়িয়ে থেকে প্রেম নিবেদন করে আসছে। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষিপ্ত হয়ে জাকারিয়া গত এক মাস আগে কলেজে যাওয়ার পথে ওই ছাত্রীর হাত ধরে টানাহেঁচড়া করে। সে সময় এলাকাবাসীর ধাওয়ায় সে পালিয়ে যায়। পরে এ বিষয়ে জাকারিয়ার অভিভাবকের কাছে অভিযোগ দেওয়া হয়। কিন্তু জাকারিয়া সেই অভিযোগের তোয়াক্কা না করে এক সপ্তাহ আগে আবারো একই ঘটনার পুনরাবৃত্তি করে। ভয়ে কলেজে যাওয়া বন্ধ করে দেয় ওই ছাত্রী। সর্বশেষ শুক্রবার দুপুরে ওই ছাত্রী এক শিক্ষকের বাসায় যাওয়ার সময় পারফরিদপুর এলাকায় বখাটের হামলার শিকার হয়। এ সময় বখাটে ওই ছাত্রীর ওড়না কেড়ে নিয়ে শ্লীলতাহানি করে। পরে এলাকাবাসীর উপস্থিতিতে বখাটে জাকারিয়া ও তার সহপাঠী স্বপন পালিয়ে যায়।
ওই ছাত্রীর মামা বলেন, আমার ভাগ্নি পড়াশোনায় বেশ ভালো। এসএসসি পরীক্ষায় সে জিপিএ ৪ পেয়েছে। ইচ্ছা ছিল তাকে স্নাতক পাস করিয়ে দিয়ে দিব। কিন্তু এই অবস্থায় মনে হচ্ছে সেটা আর সম্ভব হবে না। আমরা অত্যন্ত হতদরিদ্র ও মূর্খ মানুষ। তাই প্রশাসন ব্যবস্থা নিলেই আমার ভাগ্নিকে কলেজে পাঠাব। অন্যথায় বিয়ে দিয়ে দেব।
পৌর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মেহেদী হাসান বলেন, অভিযুক্ত বখাটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রশাসনের কাছে জোর দাবি করা হবে। এ ছাড়া আমরাও ওই ছাত্রীর পরিবারকে সকল প্রকার সহযোগিতা দেব।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম জানান, উত্ত্যক্তের শিকার ছাত্রীর লিখিত অভিযোগ পেয়েছি। দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
NB:This post is copied from kalerkantho
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা