সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন ঈদুল আজহার আগেই তিনদিনের মধ্যে দেশের সব ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট মেরামত করা হবে।
আজ (৫ আগস্ট) সচিবালয়ে ঈদ প্রস্তুতি বিষয়ে এক বৈঠক শেষে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
কাদের বলেন, “প্রয়োজনে দিন-রাত মিলিয়ে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট মেরামতের কাজ পরিচালনা করা হবে।”
সেতুমন্ত্রী বলেন, “লোকজন এমনিতেই ডেঙ্গুতে ভুগছে। সুতরাং রাস্তাঘাটের বাজে অবস্থা যেনো এই পরিস্থিতিকে আরও খারাপ করে না দেয়।”
তিনি আরও বলেন, “ঢাকা সিটি করপোরেশন কর্তৃপক্ষকে প্রতিটি টার্মিনাল থেকে মশা নিধনের অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও, সড়ক এবং মহাসড়কে যেনো কোনো পশুর হাট বসানো না হয়, সে ব্যাপারেও সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়েছে।”
NB:This post is copied from thedailystar.net
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা