যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ইতিহাসে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করলেন দুই বোন মারিয়া বারেট ও পাওলা লডি। দেশটির সেনাবাহিনীতে দুই ভাইয়ের জেনারেল হওয়ার ঘটনা অনেকবার ঘটলেও দুই বোন এই প্রথম। এই দুই বোনের একজন মেজর জেনারেল এবং আরেকজন ব্রিগেডিয়ার জেনারেল বলে জানিয়েছে সিএনএন।
এ ব্যাপারে সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেন, যেহেতু নারীরা বিয়ের পরে মাঝে মাঝে তাদের শেষ নাম পরিবর্তন করে ফেলেন, তাই সেনাবাহিনীকে প্রত্যেক নারী জেনারেলের পাশাপাশি তাদের ভাইবোনদের নামের সাথে তুলনা করতে হতো এবং তারা ভাই-বোন কিনা তা নির্ধারণ করতে হতো। তবে এই ক্ষেত্রে সুবিধাটা হলো তারাই প্রথম দুই বোন যারা এই পদে অধিষ্ঠিত হয়েছেন-যোগ করেন তিনি।
মেজর জেনারেল মারিয়া বারেট নেটকমের কমান্ডিং জেনারেল। আন্তর্জাতিক সম্পর্কে স্নাতক ডিগ্রিধারী মারিয়া ১৯৮৮ সালে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে কমিশন প্রাপ্ত হন। ছোট বোন লডি গত জুলাইয়ে পদোন্নতি পান এবং সার্জন জেনারেল অফিসের ডেপুটি চিফ অফ স্টাফ পদে দায়িত্ব নেন।
NB:This post is collected from https://www.bd-pratidin.com
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা